মানবিক সনাতন!পুজোর সময় 500 দুঃস্থ মানুষ কে নতুন বস্ত্র সঙ্গে প্রতিবন্ধীদের বস্ত্র ও মিষ্টিমুখ

Share

নিজস্ব প্রতিনিধি,গোপী বল্লভপুর :

প্রতিবছরের মত এ বছরও মানবিকতার পরিচয় রাখল বয়স পঞ্চাশের সনাতন দাস।এক দিকে তিনি বিশিষ্ট সমাজসেবী অন্যদিকে আজ গোপীবল্লভপুর আশুই সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক।

আশুই সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক সনাতন দাসের মানবিকতার পরিচয়। মহাসপ্তমীর দিনে এলাকার দুঃস্থ ৫০০ গরিবদের বস্ত্র বিতরণ করলেন। মহাঅষ্টমীর দিনে সকাল থেকে এলাকার প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে জামাকাপড় পরিয়ে মিষ্টি মুখ করালেন।এইদিন প্রায় শতাধিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ালেন তিনি। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও কমিটির সদস্য গণ।


Share

dnews.in