পুজোয় রুলস মেনে না চললে আমি ছেড়ে কথা বলবো না,ইভটিজিং নয় কারো সৌন্দর্য্যর প্রশংসা করতে পারেন! মন্তব্য পুলিশ সুপারের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পুজোর প্রাক্কালে মেদিনীপুর পৌরসভার ওয়ার্ড বাসিদের নতুন জামা কাপড় তুলে দিতে পৌরসভার উদ্যোগে।এইদিন এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান হল মেদিনীপুর বিদ্যাসাগর হলে।এই বিদ্যাসাগর হলে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশিদ আলী কাদরী,বিধায়িকা জুন মালিয়া,পৌর প্রধান সৌমেন খান সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিশিষ্ট অতিথিবৃন্দ কয়েকশো বস্ত্র তুলে দেন মেদিনীপুর পৌরসভার দুঃস্থ মানুষদের হাতে।এরই সঙ্গে শুভেচ্ছা বার্তাও জানান তারা।তবে দিন বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুর বাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন বাঙালি এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।যা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আমরা।যদিও এই পুজোর সময় সবাই ছুটি পেলেও পুলিশ ছুটি পাই না। আপনারা নির্ভয়ে পূজো ঠাকুর দেখুন আমরা রাস্তায় থাকবো আপনাদেরকে পাহারা দিতে।এরই পাশাপাশি এই দিন তিনি বলেন কোথাও মদ খেয়ে গাড়ি ড্রাইভিং করবেন না এবং ইভটিজিং বা মহিলাদের কোন ভাবে টোন টিটকারি করবেন না তবে হ্যাঁ রূপের প্রশংসা করা যেতে পারেন।


Share

dnews.in