Illegal eviction :চোলাই কারবারে অতিষ্ঠ শহর বাসী!বুলডোজার দিয়ে ভেঙে ফেললো প্রশাসন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

শহরের বুকে রমরমা চোলাই কারবার।যার জেরে নেশাগ্রস্ত হয়ে স্থানীয়রা ঘটিয়ে ফেলত দুর্ঘটনা।এরই সঙ্গে চোলাই কারবারীদের উৎপাতে অতিষ্ট হয়ে অবশেষে তিনটে দোকান ভাঙলো প্রশাসন।এর ফলে শহরে ফিরলো শান্তি।

বেআইনি ভাবে চলতো চোলাই কারবারি,এমনই বেশ কয়েকটি বেআইনি দোকান ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো প্রশাসনের তরফ।ঘটনা ক্রমে জানা যায় মেদিনীপুর শহরের স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের নিচে বেআইনিভাবে গড়ে উঠেছিল বেশ কয়েকটি দোকান ঘর। আর সেই দোকানের মধ্যে চলত বেআইনি চোলাই মদের ব্যবসা।পুলিশের অভিযোগ,এই চোলাই মদ খেয়েই নেশাগ্রস্ত হতো স্থানীয়রা।যার ফলে প্রায় দিনই দেখা যেত রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়তো তারা। যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো রেল কর্তৃপক্ষকে।

রেল পুলিশের এক আধিকারিকের কথায়,”বিগত 6 মাসে প্রায় পাঁচ থেকে ছয়জন এইভাবে মারা গিয়েছে এই এলাকায়।সেই সাথে গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার এই নেশা করেই মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গিয়েছেন।তাছাড়াও অবৈধ চোলাই দোকানকে ঘিরে এলাকায় উৎপাত লেগেই থাকতো।তাই জেলা প্রশাসন এবং জেলা পুলিশের নির্দেশ মত একটি বেআইনি চোলায় মদের দোকান দুটি এবং একটি মদের চাটের দোকান অর্থাৎ মোট তিনটি অবৈধ দোকান ভেঙে ফেলা হলো এইদিন।যদিও এই দোকান ভাঙা ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়।


Share

dnews.in