ISC Exam:হঠাৎ ই ISC র কেমিস্ট্রি পরীক্ষা বাতিল!বাতিল পরীক্ষা 21 সে মার্চ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

হঠাৎই পরীক্ষার দিন বদল আর তাতেই অপ্রস্তুতে হয়ে পড়ল আইএসসির পরীক্ষার্থীরা।ঘটনা ক্রমে জানা যায় এদিন আইএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেমিস্ট্রির প্রথম পেপারের পরীক্ষা ছিল।আর সেই পরীক্ষা দেওয়ার জন্য রীতিমত পরীক্ষার্থীরা নির্দিষ্ট টাইমে চলে আসেন বিদ্যাসাগর শিশু নিকেতনে।পরীক্ষার্থীরা নির্দিষ্ট জায়গায় বসে পরীক্ষা দেওয়ার আগেই শিক্ষকেরা জানিয়ে দেয়।এই পরীক্ষা আজকে হচ্ছে না।এটা বাতিল করা হয়েছে।এই পরীক্ষা আগামী ২১ শে মার্চ অনুষ্ঠিত হবে।যা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে চিৎকার গুঞ্জন শুরু হয়ে যায়।

যদিও পরবর্তীকালে পরীক্ষার্থীরা যে যার অভিভাবকের সঙ্গে বাড়ি চলে যায় এবং আগামী ২১ তারিখ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়। উল্লেখ্য গোটা দেশ ব্যাপী এই পরীক্ষা কর্মসূচি কেন বাতিল করা হলো তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।যদিও মেদিনীপুর শহরের VSN কর্তৃপক্ষ জানিয়েছে উপর থেকে যে রকম নির্দেশ আমরা পেয়েছি সেরকমই আমরা পরীক্ষার্থীদের বলেছি।আমরা হঠাৎই এই মেসেজ পেয়েছি।যদিও তার আগে পরীক্ষার যাবতীয় কাজকর্ম আমাদের প্রায় শেষের মুখে ছিল।তবে পরীক্ষার্থীরা যে প্রস্তুত হয়ে এসেছিলেন সেই উৎসাহ টা নষ্ট হল।এই পরীক্ষা আগামী ২১ শে মার্চ দিন ধার্য করা হয়েছে।


Share

dnews.in