নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
তৃতীয় বর্ষে পড়া গান্ধী স্ট্যাচুর “আমরা সবাই” ক্লাবের উদ্বোধনী এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানুষজনকে বস্ত্র বিতরণ এবং ক্লাবের সদস্যদের কাছ থেকে সম্বর্ধনা নিয়ে তিনি কটাক্ষ করলেন সোশ্যাল মাধ্যমের মিম দের নিয়ে। তিনি বলেন যারা দেশের খায়,দেশের পরে এবং দেশের খেলোয়াড় এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মিম করে তাদের খুঁজে চুলের মুঠি ধরে বের করতে হবে।
সোমবার ছিল জগধাত্রী পুজোর অষ্টমী।এদিন মেদিনীপুর শহরের বিভিন্ন পুজো মন্ডপ উদ্বোধনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন তিনি গান্ধী স্টাচুর কাছে “আমরা সবাই” ক্লাবের পুজো উদ্বোধনে এসে প্রথমে জগদ্ধাত্রী প্রতিমার উদ্বোধন করেন।এরপর সম্বর্ধনা পেয়ে বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষ করে বসলেন সোশ্যাল মাধ্যমের মিম করা মানুষজনদের।তিনি বলেন আমাদের দেশের খেলোয়াড়রা ভালো খেলা খেলেছে, খেলায় হার-জিত রয়েছে।কিন্তু বিশ্বকাপে হেরে যেতেই যারা সোশ্যাল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ খেলোয়াড়দের নিয়ে মিম করছে,তাদেরকে ধিক্কার জানাই।আমি সবাইকে বলব সেইসব মিম করা মানুষজনকে খুঁজে বের করে চুলমুঠি ধরে বাইরে বের করতে হবে।এরপর বাইরের লোকদের সঙ্গে আমাদের লড়তে হবে।
প্রসঙ্গত আমরা সবাই ক্লাবের পুজো এবারের তৃতীয় বর্ষে পদার্পণ করল। ঐদিন অনুষ্ঠানে মূল দায়িত্ব পালন করেন শুভজিৎ রায়,অরূপ দাস,অতনু দাস,শম্পা মন্ডল সহ ক্লাবের সকল সদস্য।