নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পুজোর আগে মহিলাদের উৎসাহ দিতে শুরু হল তরুণ সংঘ ক্লাবের জঙ্গল কন্যা কাপ ২০২৪। এদিন বেলুন উড়িয়ে ফুটবলে শট মেরে এই কাপের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।মূলত ভিন্ন রাজ্য নিয়ে প্রায় আটটি মহিলা দল এই খেলায় অংশগ্রহণ করেছে।দুদিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে।
মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় শনিবার থেকে মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট ময়দানে শুরু হল দুদিন ব্যাপী দিবারাত্র জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী সুজয় হাজরা,মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সড়ঙ্গী,মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্যরা।এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও রাজ্য থেকে ৮টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।
এইদিন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন,”আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেয়েছেন সকল ক্ষেত্রে মহিলাদের এগিয়ে আসার।সেই লক্ষ্যে এই জঙ্গল কন্যা কাপ রীতিমতো ছাপ ফেলেছে গোটা জেলা সহ গোটা রাজ্যে।এই আটটি দলের মহিলা ফুটবলারদের আমার তরফ থেকে অভিনন্দন রইল তারা যেন সাফল্য অর্জন করতে পারে।