Jangal Mahal : লোক নৃত্যে তৃতীয় স্থান জঙ্গল মহলের আলিশা! স্কুলে সম্বর্ধনা দিদিমণি সহ সহপাঠীদের

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :

খুশির হাওয়া ঝাড়গ্রামে! রাজ্যস্তরীয় কলা উৎসবে লোক নৃত্যে তৃতীয় স্থান অধিকার করে ঝাড়গ্রাম জেলার হাতে পুরস্কার তুলে দিল ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আলিশা সাহু। খুশির হাওয়ায় স্কুলে,সম্বর্ধনা জানালো দিদিমণি সহ তার সহপাঠীরা। আলিশা জানালো এই সাফল্যে অবদান তার মা এবং স্কুলের দিদিমনির সবচেয়ে বেশি।

সোনার মেয়ে আলিশা

মূলত সমগ্র শিক্ষা মিশন ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী জেলায় জেলায় অনুষ্ঠিত হয় কলা উৎসব ২০২৩।নভেম্বর মাসের ৭ তারিখ ঝাড়গ্রাম জেলায় কলা উৎসব অনুষ্ঠিত হয়।লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, লোকসংগীত, অংকন সহ মোট ১৫ টি বিভাগে প্রতিযোগিতা হয়।ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও লোকসংগীত এই তিনটি বিভাগে অংশগ্রহণ করে।লোক নৃত্যে ঝাড়গ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করেন বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী আলিশা সাহু ও শাস্ত্রীয় নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করে শ্রেয়া মাহাতো। নভেম্বর মাসের ২৯ তারিখ ও ৩০ তারিখ কলকাতার সল্টলেকে রাজ্যস্তরীয় কলা উৎসব অনুষ্ঠিত হয়।

রাজ্যের মোট ২৪ টি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে।ঝাড়গ্রাম জেলা থেকে বিভিন্ন স্কুলের ১৫ জন প্রতিযোগী রাজ্যস্তরীয় কলা উৎসবের ১৫ টি বিভাগের অংশগ্রহণ করেন।তার মধ্যে কেবলমাত্র আলিশা লোকনৃত্যে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে ঝাড়গ্রাম জেলার হাতে পুরস্কার তুলে দেয়। শনিবার বিদ্যালয়ের পক্ষ থেকে আলিশা কে সংবর্ধনা জানানো হয়।এই বিষয়ে আলিশা বলেন,”আমার কাছে এই প্রতিযোগিতা খুব চ্যালেঞ্জিং ছিল । আমাকে প্রতিমুহূর্তে আমার মা ও আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহস যুগিয়েছেন।অন্যদিকে আলিশার মা পিয়ালী দে সাহু বলেন,”ছোট থেকে আমি ওকে নাচ শিখিয়েছি।আলিশা রাজ্যে থেকে পুরস্কৃত হয়েছে এতে আমি খুবই খুশি।


Share

dnews.in