Jangal Mahal: নারকেলের লড়াই দেখেছেন!জঙ্গল মহলে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কয়েক শো নারকেল

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :

গ্রাম বাংলায় মোরগ লড়াই তো দেখেছেন কিন্তু দেখেছেন কি দুটি নারকেলের লড়াই(coconuts Fight)।হ্যাঁ ঠিকই শুনছেন,দুটি নারকেলের মধ্যে লড়াইয়ের মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠেন গ্রামের মানুষ।এই পৌষ সংক্রান্তির দিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের জুনশোলা গ্রামে আয়োজিত হয় নারকেল লড়াই।

মূলত প্রাচীন রীতি মেনে প্রায় শতাধিক প্রতিযোগী জড়ো হয়েছিল এই খেলায়।প্রাচীন রীতির মধ্যে অন্যতম এই খেলা।নেই প্রাণহানির আশঙ্কা,নেই জীব হত্যাও।প্রাচীন রীতি মেনে বেশ কয়েকশ বছরের পুরনো এই নারকেল লড়াই।মোরগ লড়াইয়ের মত একইভাবে নারকেল লড়াইয়ে মাতেন সকলে।ঝাড়গ্রামের বেশ কিছু গ্রামে এখনও বেশ কয়েকশ বছরের পুরনো এই রীতিকে টিকিয়ে রেখেছেন গ্রামের মানুষ।মূলত পৌষ সংক্রান্তির দিন গ্রামের মানুষ এই নারকেল লড়াইয়ের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করেন।

প্রসঙ্গত অন্যান্য উৎসব-অনুষ্ঠানের মত জঙ্গলমহলের অন্যতম উৎসব পৌষ পার্বণ।এই পৌষ পার্বণের দিন নারকেলে নারকেলে লড়াই হয়।কীভাবে খেলা হয় জানলে অবাক হবেন।গ্রামের মানুষ প্রত্যেকে একটি কিংবা দুটি করে নারকেল আনেন।এরপর দুটি নারকেল দিয়ে জুটি তৈরি করা হয়।দুই প্রান্তে থাকা দুইজন একে অপরের দিকে নারকেল ছুঁড়তে থাকেন।মাঝ বরাবর দুটি নারকেল ধাক্কা লেগে একে অপরের আঘাতে একটি ফেটে যায়।যেই নারকেল ফেটে যায় সেই নারকেল পরাজিত।এভাবে যেটি সবচেয়ে বেশিক্ষন টিকে থাকে সেই জয়ী হয়।এই লড়াই এ নেই রক্তক্ষয়,দুটি ফলের লড়াইয়ে বেশ আনন্দে মেতে উঠেন আট থেকে আশি সকলে।


Share

dnews.in