Peacock Adoption:পাঁচ বছর বয়সেই এক ময়ূরের দায়িত্ব নিল ঝাড়গ্রামের ঐশী!এক বছরের জন্য দত্তক

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

মাত্র পাঁচ বছর বয়সেই বড় দায়িত্ব নিল ঝাড়গ্রামে ঐশী পাত্র।সোমবার দুপুরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝাড়গ্রামে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের একটি ময়ূরকে এক বছরের জন্য দত্তক নিয়েছে ঐশী।এই এক বছর ধরে এই ময়ুরের যাবতীয় রক্ষণাবেক্ষণের এবং দেখভালের খরচ পাতি উঠাবে এই ঐশীর পরিবার।এই এক অন্যরকম অনুভূতি বলে জানালো পাত্র পরিবার।

মূলত এদিন ছিল পাঁচ বছরের ফুটফুটে কন্যা ঐশীর পঞ্চম তম জন্মদিন।এই জন্মদিনে বাবা মায়ের হাত ধরে ঝাড় গ্রামের এই পার্কে এসেছিল পাঁচ বছরের কন্যা ঐশী পাত্র।এরপর পার্কে এসে তারা এই ধরনের বিরল এক নজির সৃষ্টি করে।মা বাবা ও দাদুর সঙ্গে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে গিয়ে ময়ূরটির দত্তক নেয় ঐশী। এদিন দত্তক নেওয়ার পর।ঐশীর হাতে দত্তকের শংসাপত্র তুলে দেন ঝাড়গ্রাম বন বিভাগের ADFO সমীর বসু।উল্লেখ্য, এই দত্তক নেওয়ার ফলে এক বছর ধরে এক ময়ূরটির রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণে অর্থ ব্যয় হবে সেই খরচাপাতি চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে এইদিন অগ্রিম তুলে দেয় ঐশীর পরিবার।ফলে এক বছর ধরে যে কোনো সময় ঐশী চিড়িয়াখানায় গিয়ে ওই ময়ূরটির খোঁজ খবর নিতে পারব।ঐশীর বাবা উজ্জ্বল পাত্র ঝাড়গ্রামে একজন বিশিষ্ট শিক্ষক।

এই বিষয়ে উজ্জ্বল বাবু বলেন ,”ছোট থেকেই পরিবেশ ও বন্যপ্রাণীর সঙ্গে তার যাতে পরিচয় ঘটে এবং আগামী ভবিষ্যতে পরিবেশ ও বন্যপ্রাণী প্রতি সে সহানুভূতিশীল হয় তার জন্যই আমাদের এই ভাবনা চিন্তা। যতবার আমরা চিড়িয়াখানায় বেড়াতে এসেছি দেখেছি ওর ময়ূর খুব পছন্দ।আমার মনে হয় তার জন্মদিনে আমাদের দেওয়া এটি একটি সেরা উপহার হতে পারে। আজকে সমস্ত আইন প্রক্রিয়া সম্পন্ন করে ময়ূরটির দত্তক নেওয়া হয়েছে”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in