নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও ঝাড়গ্রাম রাজ কলেজের সহযোগিতায় বুধবার রাজ কলেজের সেমিনার হলে অনুষ্ঠিত হলো মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে লোকসংস্কৃতি বিষয়ক কর্মশালা ও সম্মেলন।
মূলত রাজ্যস্তরের এই এক দিবসীয় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও রাজ্য লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সদস্য প্রাক্তন অধ্যাপক ড.বরুণ চক্রবর্তী, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক ড.মধুপ দে,বাঁকুড়ার রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যাপক,গবেষক ড.বিপ্লব মন্ডল।সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং ঝুমুর সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ ড.দেবনারায়ণ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সন্তু বিশ্বাস,রাজ্য লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সদস্য ড.শিবশংকর সরেন,ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যাপক ড.দীপঙ্কর মন্ডল,ড.রাহুল কুমার দত্ত,ড.সত্যজিৎ ঘোড়াই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আলোচকরা লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করেন।আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় ছাত্র-ছাত্রীরা।তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন অভীক চক্রবর্তী।এদিনের অনুষ্ঠানের সূচনা লগ্নে রাজ্য সঙ্গীত ও সমাপ্তি পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সন্তু বিশ্বাস।