নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর আসন্ন লোকসভা কেন্দ্রে এবার মেদিনীপুরের সাংসদ পদে লড়াই করতে চলেছেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া, এরকমই খবর। সূত্র অনুযায়ী জানা গেছে এবারে সাংসদ প্রার্থী কে হবেন তাই নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে দ্বন্দ্ব ছিল মেদিনীপুরের বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়ার।একজন মেদিনীপুরের বিধায়িকা এতদিন কাজ করেছেন,মেদিনীপুরের মানুষকে নিজের মনে করে নিয়েছেন অপরদিকে ছোটবেলা থেকে তৃণমূল আদর্শে দীক্ষিত এবং জন্মলগ্ন থেকে মমতার সফর সঙ্গী বর্তমান জেলা সভাপতি সুজয় হাজরা।কিন্তু শেষ পর্যন্ত সীলমোহর পড়লো জুন মালিয়ার।
আর তাই শোনা যাচ্ছে মেদিনীপুরের প্রার্থী হতে চলেছেন জুন মালিয়া।ফলে লড়াইটা হবে মেদিনীপুরের বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ বনাম জুন মালিয়ার।যদিও এই জুন মালিয়া প্রার্থী হওয়ায় তার কিছুটা হলেও খেসারত দিতে হয়েছে অপর প্রতিদ্বন্দ্বী সুজয় হাজরার গ্রুপ কে।সূত্র অনুযায়ী এও জানা যায় মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং সিআইসি দুটো পদ ই দিতে হচ্ছে সুজয় হাজরার ঘনিষ্ঠ কাউন্সিলরদের।অন্যদিকে জিতে যাওয়ার পর সাংসদ যদি জুন হয়ে যায় সেক্ষেত্রে মেদিনীপুর বিধানসভার সিটের উপনির্বাচনে ও সুজয় হাজরার নাম শোনা যাচ্ছে বলে সূত্র অনুযায়ী খবর।অন্যদিকে ঘাটালে এবারের লোকসভায় লড়াই হচ্ছে তৃণমূল সাংসদ দেব বনাম বিজেপি কাউন্সিলর তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এর সঙ্গে।
যদিও এদিন মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের পূজোয় জুন মালিয়া ও মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আসেন।এদিন যদিও জুন মালিয়াকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ফাইনাল কোন কথা শোনা না গেলেও তার মুখে শোনা যায়”এক রকম হয়েছে।তবে প্রতিদ্বন্দ্বী দিলীপবাবু প্রসঙ্গে বলেন “দিলীপ বাবু খুব ভালো মানুষ”।এছাড়াও গতকাল এই সাংবাদিকদের আলোকচিত্র প্রদর্শনীতে দিলীপ বাবু এসেছিলেন কিনা তাও খোঁজ খবর নেন জুন।
প্রসঙ্গত উল্লেখ্য এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবারে দিলীপ ঘোষ চেয়েছিলেন “তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তার সঙ্গে লড়াই করার জন্য। তিনি বিভিন্ন সভা মঞ্চ থেকে চ্যালেঞ্জ করেছিলেন “তার সঙ্গে কনটেস্ট করে জিতে দেখান”কিন্তু শেষ পর্যন্ত সিলমোহর পড়লো জুনে।