নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
উপনির্বাচনে 33 হাজার 996 ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী জেলা সভাপতি সুজয় হাজরা আর তাকেই ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালেন মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী জুন মালিয়া।এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এত হারের পরেও নিন্দুকেরা অনেক কথাই বলবে।এরই পাশাপাশি তিনি বলেন আগামী 26 সালের নির্বাচনে আরও মার্জিন হোক এটাই আশা করব।
গোটা দেশের ভিন্ন ভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিম বঙ্গের ছটি বিধানসভার উপনির্বাচন হয়েছে গত 13 ই নভেম্বর এবং সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হলো গত 23 শে নভেম্বর।তবে সবকটি উপনির্বাচনেই ধরাশায়ী হয়েছে বিরোধীরা।কিছু কিছু ক্ষেত্রে জামানত জব্দ হয়েছে বিজেপির।তবে মেদিনীপুর উপ-নির্বাচনে বিগত দিনের মার্জিনকে ছাড়িয়ে মার্জিন বাড়ানো শাসকদল প্রার্থী সুজয় হাজরা।একদিকে তৃণমূল জেলা সভাপতি অন্যদিকে এবারের প্রার্থী হয়ে রীতিমতো প্রচারে নেমেছিলেন সুজয় বাবু।আর তিনি এবারে প্রায় 33 হাজার 996 ভোটের লিড দিয়ে জয়ী হয়েছেন।এদিন তিনি জিতে যাওয়ার পর তাকে শুভেচ্ছা জানান কর্মী সামর্থক ও নেতৃত্বরা।তাকে নিয়ে এক প্রস্থ মিছিল হয় গোটা শহরে।এই দিনই তড়িঘড়ি কলকাতা থেকে দৌড়ে আসেন মেদিনীপুরের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া। তিনি ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান দলীয় প্রার্থীকে।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন মন্তব্য করেন।
প্রথমে ফলাফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন আমরা প্রথম থেকেই জানতাম আমরা ছয়ে ছয় মারবো।ধন্যবাদ জানাবো মানুষকে যারা মা মাটি মানুষের উপর ভরসা রেখেছে।এরপর বিরোধীদের প্রতি মন্তব্য করতে গিয়ে বলেন যারা এতদিন ধরে নিন্দা করেছে বিশেষ করে এতগুলো নির্বাচনে হেরে গিয়েও তাদের তো নিন্দে থামে না।তারা তো নিন্দা করবেই।তবে এক্ষেত্রে মা মাটি মানুষ তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে।এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বলেন দিদির সঙ্গে আমার কথা হয়েছে এবং দিদি খুব খুশি।দিদি সবাইকে ধন্যবাদ জানাতে বলেছেন।
আশা করব আগামী 26 সালে এর থেকে ভালো ফলাফল হবে।তবে ব্যবধান বাড়া নিয়ে বলেন আমরা চাইবো 26 শে আরও ব্যবধান বাড়বে।তাতে বোঝা যাবে আমরা সঠিক পথে হাঁটছি।
প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর উপ নির্বাচনে এবারে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 81 হাজার 108 টি।যার ফলে সেকেন্ড পজিশনে শাসকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এখন ছাব্বিশে নির্বাচনে কি হয় সেটাই দেখার।