নিজস্ব প্রতিনিধি,পলাশী :
পূজার ছুটির ঠিক আগে মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে কচিকাঁচাদের জন্মমাস পালনের পাশাপাশি হল আগমনী অনুষ্ঠান।স্কুলের কচিকাঁচারা স্বতঃস্ফূর্ত ভাবে এই অনুষ্ঠানে নাচও আবৃত্তির ডালি নিয়ে অংশ নেয়।স্কুলের খুদেরা কেউ বলেন মা দুর্গা তো কেউ হলেন মহিষাসুর।অভিভাবকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন যে বিদ্যালয় আমাদের কাছে পরিবারের মত।শিশুদের আরও বেশি করে বিদ্যালয় মুখী করতে এবং শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও অভিভাবক /অভিভাবিকার মধ্যে মধুর সম্পর্ক গড়ে তুলতে ২০১৭ সাল থেকে এই কচিকাঁচাদের জন্মমাস পালন করে আসছি।বর্তমানে অভিভাবক/অভিভাবিকারা মিষ্টি বা পায়েস নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে,যা আমাদের বাড়তি উৎসাহ যোগায়।