নিজস্ব প্রতিনিধি,কঙ্কাবতী:
তিন বছর ধরে বকেয়া থাকা ১০০ দিনের কাজ টাকা দেবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।সেই টাকা যাতে সঠিক মানুষ তার নির্দিষ্ট অ্যাকাউন্টে পেতে পারে তার জন্য ফরম ফিলাপ ও স্কুটিনির কাজ শুরু হল মেদিনীপুরের কঙ্কাবতী এলাকায়।নিজ হাতে ফরম ফিলাপের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিধায়িকা জুন মালিয়া।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি প্রসঙ্গে বললেন যে অপরাধ করেছে সে শাস্তি পাবেই,এ নিয়ে দ্বিমত নেই আমাদের। তবে সন্দেশখালি টার্নিং পয়েন্ট কি না তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি,মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া।
একশ দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য ক্যাম্প খুললো তৃণমূল।এদিন মেদিনীপুরের কঙ্কাবতী অঞ্চলে রীতিমতো ক্যাম্প করে ফরম ফিলাপের উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া।তিনি দুপুর নাগাদ সেই ক্যাম্পে আছেন এবং ক্যাম্পে বসে ফর্ম ফিলাপ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাধারণ মানুষের উদ্দেশ্যে।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রথমেই তাকে এই বকেয়া টাকা ফেরত এবং ক্যাম্প খোলা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন রবীন্দ্র সরকার টাকা না দেওয়াতে দীর্ঘদিন মানুষ ১০০ দিনের টাকা হতে বঞ্চিত।সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ১০০ দিনের টাকা দেওয়ার।আর তাই সেই টাকা যাতে সাধারণ মানুষ এবং উপযুক্ত কার্ড হোল্ডাররা পেতে পারে তার জন্যই এখন ফরম ফিলাপ ও স্কুটিনির কাজ চলছে।
মানুষ যাতে সঠিক টাকাটা নিজের একাউন্টে পায় তার জন্য এই ক্যাম্প এবং আমরা ফরম ফিলাপ করে সেই টাকা যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করার এটা একটা সামান্য প্রয়াস।এরপর সন্দেশখালিতে মহিলা কমিশন যাওয়া প্রসঙ্গে জুন মালিয়া বলেন,”আমাদের রাজ্য মহিলা কমিশনে ওখানে গিয়েছে তারাও রিপোর্ট দেবে।যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক এতে আমাদের দ্বিধামত নেই।তবে লোকসভা ভোটের মুখে সন্দেশখালি টার্নিং পয়েন্ট নিয়ে কোন রকম মন্তব্য করতে রাজি হননি জুন মালিয়া।
প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচন আগে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তাল।একদিকে শাহজাহান প্রসঙ্গ অন্যদিকে তৃণমূল নেতাদের রাত্রে মহিলাদের ডাকা নিয়ে চলছে রাজনৈতিক তরজা।যদিও এই নিয়ে শাসক বিরোধী উভয়েই আন্দোলনে নেমেছে। এই ঘটনায় মহিলা কমিশনের পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল এলাকা গিয়েছেন,ঘুরেছেন এবং খতিয়ে দেখছেন।তারা রিপোর্ট দেবে তাদের নিজ নিজ দপ্তর কে।এরপর যা ব্যবস্থা নেওয়ার তাই ব্যবস্থা নেওয়া হবে।তবে এই সন্দেশখালি নিয়ে এখন শাসক বিরোধী উভয়ই মাঠে নেমে পড়েছে।