নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
১২ টি দেশের কয়েকশো প্রতিযোগীকে পিছনে ফেলে সোনা আনল মেদিনীপুরের সোমরাজ।মাত্র ৭ বছর বয়সেই সোনা প্রাপ্তি তার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৭৩ জন প্রতিযোগী অংশ নিয়ে মোট তিনটি সোনা,দুটি রুপো আর চারটি ব্রোঞ্জ নিয়ে আসে মেদিনীপুর জেলা।
আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এবার সোনা পেল সাত বছরের সোমরাজ যা নিয়ে আপ্লুত গোটা পরিবার সহ মেদিনীপুর বাসি।মূলত গত ২৫ ও ২৬ শে মে নেপালে অনুষ্ঠিত ১৫ তম NSKA আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন শিপ প্রতিযোগীতায় সোনা পেল মেদিনীপুর শহরের অশোক নগরের বাসিন্দা সোমরাজ পান্ডে। মাত্র ৭ বছর বয়সী সোমরাজ মেদিনীপুরের সরস্বতী শিশু মন্দিরের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।সোমরাজ পান্ডে আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতায় সোনার মেডেল নিয়ে শুক্রবার বাড়ি ফিরতেই আনন্দে আত্মহারা তার পরিবার পরিজন থেকে শুরু করে তার কোচ শিক্ষক শিক্ষিকা এবং আত্মীয়স্বজনেরা।এই প্রতিযোগিতায় মোট ১২ টি দেশ থেকে কয়েকশো প্রতিযোগী অংশ নিয়েছিল।তার মধ্যে সোমরাজের সাফল্য অভাবনীয়।নেপালের আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতায় এখান থেকে মোট ৭৩ জন গিয়েছিল।যার মধ্যে ৩টে সোনা,২ টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ পদক জয়লাভ করে।
ছেলের এই সাফল্যে বেজায় খুশি সোমরাজের বাবা মলয় পান্ডে।তিনি বলেন,ছেলের এই সাফল্যের জন্য তার ক্যারাটে শিক্ষক এবং কোচের অবদান অনস্বীকার্য।
ছেলের এই সাফল্যে খুবই গর্বিত তিনি এবং তার পরিবার।আগামীদিনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি সবরকম ভাবে সাহায্য করবেন বলেও জানান সোমরাজের বাবা।এই বিষয়ে সোমরাজের ক্যারাটে শিক্ষক রাসবিহারী পাল বলেন এই সোমরাজ প্রথম ভারতবর্ষের বাইরে নেপালে অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশ নিয়েছিল। যেখানে আমরা শোনা পেয়েছি। এছাড়াও আমাদের মোট ৭৩ জন গিয়েছিল।যার মধ্যে ৩টে সোনা,২ টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ পদক জয়লাভ করে।