Karnagarh Insident: কর্ণগড় এলাকায় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য!খুনের অভিযোগ বিজেপির

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনি :

শালবনীর ১০ নং কর্নগড় অঞ্চলের মোহনপুর এলাকায় এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।খুনের অভিযোগ বিজেপির।অভিযোগ অস্বীকার তৃণমূলের।যদিও মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রশাসন।

ঘটনা সুত্রে জানা যায়,মঙ্গলবার সকালে মোহনপুর এলাকায় একটি কালভার্ট এর তলায় স্থানীয় BJP কর্মী মিঠুন খামরুই এর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষেরা।এরপরই পুলিশে খবর দেওয়া হলে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।এই ঘটনায় মৃতের বাবা রাম খামরুই এর অভিযোগ,গত ২০২১ সালে প্রায় একমাস ঘরছাড়া ছিল মিঠুনের পরিবার।সম্প্রতি পুলিসের সহযোগিতায় বাড়ি ফিরলেই চলতো শাসক দলের হুমকি।তারপরেই মঙ্গলবার এই ঘটনা ঘটে যায়।এই ঘটনায় বিজেপির জেলা সাধারন সম্পাদক শুভজিৎ রায়ের অভিযোগ,এটি রাজনৈতিক হত্যা।তাদের মিঠুন বিজেপি কর্মী সমর্থক ছিল।

যদিও এলাকার উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্ত্তীর দাবি,এটি নিছকই দুর্ঘটনা।এর সঙ্গে তৃণমূল কোন ভাবেই যুক্ত নয়।যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ।


Share

dnews.in