নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
নিঃসন্তান দম্পত্তি সন্তান পাওয়ার কামনায় কার্তিক পূজার প্রচলন এখন শহর জুড়ে।রাতের অন্ধকারে কার্তিক প্রতিমা দেওয়ার চল রয়েছে ছেলে ছোকরাদের।তবে সেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে।রাত ফুরোলেই এই পুজো যা বাংলা আর বাঙালির বারো মাসের ১৩ পার্বণের অন্যতম পার্বণ।
দুর্গা কালীর পর এবার শুরু হতে চলেছে কার্তিক পুজো। এই কার্তিক পুজো প্রস্তুতি এখন শহর জুড়ে।কোথাও প্রতিমা বিক্রি তো কোথাও বাড়ির প্রস্তুতি।আবার কোথাও বা বেনা দোকানের কেনাকাটায় জোর।মূলত নিঃসন্তান দম্পতিদের এই কার্তিক প্রতিমা দেওয়ার চল রয়েছে এই বাংলাআর বাঙালির মধ্যে।যেখানে পাড়ার ছেলে ছোকরারা তারা তাদের পাশের বাড়ির নব দম্পত্তি কে রাতের অন্ধকারে কার্তিক প্রতিমা দিয়ে যায়। শুধু প্রতিমা দেওয়া হয় তা নয় প্রতিমা দেওয়ার পর একটা চিরকুটে থাকে তাদের বিশাল ফর্দ।তাতে যেমন ভ্যারাইটি খাবারের মেনু থাকে তেমনি থাকে এই কার্তিক প্রতিমা দেওয়া উদ্যোক্তাদের সাধ্যমত বকশিস দিয়ে খুশি করার নির্দেশাবলী।এরপরে রীতিমতো বোমা ফাটিয়ে বাড়ির লোককে জাগিয়ে তোলা।
এই পরম্পরায় চলে আসছে দীর্ঘকাল ধরে।যদিও পরে সেই দম্পতি বছর তিন ধরে কার্তিক পুজো করেন।অনেকে আবার কার্তিক পূজার চালিয়ে যান সারা জীবন ধরে।এই ভাবেই চলে আসে কার্তিক পূজার চল তবে বর্তমানে এই কার্তিক পুজোকে কেন্দ্র করে রীতিমত উৎসবমুখর শহরে।বিভিন্ন ব্যস্তবহুল মোড়ে মোড়ে কার্তিক প্রতিমার পসরা নিয়ে বসেছে দোকানিরা,যা কিনছেন স্থানীয় মানুষজন। অন্যদিকে বাজার হাট এবং বেনা দোকানে ভিড় জমিয়েছেন তারা।এখন রাত ফুরোলেই সেই কার্তিক পুজোয় মেতে উঠবে বাঙালি সহ বাংলার মানুষ জন।