Keshpur Agitation: মন্ডল সভাপতি আক্রান্তের 24 ঘণ্টার মধ্যেই অভিনেতা হিরণ চ্যাটার্জির উপর হামলা!অভিযোগের তীর তৃণমূলের দিকে

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

ভোট যত এগিয়ে আছে যত গরম হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা। তৃণমূলের মন্ডল সভাপতি আক্রান্তের ঘটনার ২৪ ঘন্টা মধ্যেই আক্রান্ত হতে হলো বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় কে।এদিন তিনি অভিযোগ করেন তিনি কেশপুরের জগন্নাথপুরে ঢোকার মুখে তৃণমূল কর্মী সমর্থকরা বাস লাঠি,ডান্ডা নিয়ে তার উপর হামলা করেছে এবং এ ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা রয়েছে।

কেশপুরে ভোট প্রচারে গিয়ে এবার হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৬ নং অঞ্চল জগন্নাথপুর বাজারে।এদিন বিজেপি আক্রান্ত মন্ডল সভাপতি কে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখা করার পর তিনি ঘোষণা করেন তিনি কেশপুরেই থাকবেন যতক্ষণ না পুলিশ দোষীদের গ্রেপ্তার করছে।এরপরে তিনি কেশপুরের উদ্দেশ্যে রওনা দেন।এই দিন দুপুর নাগাদ হিরন কেশপুরের ব্লকের ছ নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে প্রবেশ করলে তার গাড়ির সামনে এসে তৃণমূলের কর্মী সমর্থকরা বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ।বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন,আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে।যদিও নিরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ!তিনি আরো অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে।তাই কালকে মন্ডল সভাপতির উপর আক্রমণ হয়েছে আর আজকে আমার উপর।এই ঘটনায় তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন পুলিশকে।পরে পাল্টা বিজেপি কর্মীরা তাড়া করে সেই আক্রমনকারীদের।তবে এদিন কোথাও কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখা মিলল না কেশপুরে।

অন্যদিকে এই ঘটনার কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন,বিজেপি সরকারের প্রতি সাধারন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা।এর সঙ্গে তৃণমূলের কোন কর্মী যুক্ত নয়।এসব বাজার গরম করার জন্য করছে বিজেপি।


Share

dnews.in