নিজস্ব প্রতিনিধি,কেশপুর:
শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে কেশপুর ব্লকের গড়সেনাপত্যা গ্রামের”আমরা সবাই” ক্লাবের ব্যবস্থাপনায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের ও ক্যান্সার আক্রান্তদের কল্যাণার্থে শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরে এইদিন ১১ জন মহিলা সহ ৫৪ জন রক্ত দেন।
মূলত এই শিবির উদ্বোধন করেন গোপীবল্লভপুর ব্লাড সেন্টারের চিকিৎসক ডাঃআকাশ বারিক।তিনি তাঁর বক্তব্যে উৎসব আবহে এমন উদ্যোগ নেবার জন্য গড়সেনাপত্যা গ্রামের আমরা সবাই ক্লাবের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।এদিনের শিবিরে প্রথম বারের জন্য রক্ত দেন ১৫ জন।শিবিরে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ চৌধুরী।তিনি তাঁর বক্তব্যে রক্তদানের মতো এমন মানবিক প্রয়াসের ভূয়সী প্রশংসার পাশাপাশি জনস্বাস্থ্য ও মহিলাদের রক্তাল্পতা নিয়ে বক্তব্য রাখেন।এই শিবির টি সুন্দরভাবে পরিচালনার জন্য পাশে ছিলেন আরিয়ান টেলিকম,সৌরদীপ ফাউন্ডেশন।শিবিরের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী চিকিৎসক গজেন্দ্রনাথ মান্না ও শ্যামল জানা।
এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন ফাকরুদ্দিন মল্লিক, সমাজকর্মী সন্দীপ সরকার,মুগবসান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কমল দেব,সমাজসেবী সেখ তহিদুল, শুকদেব দোলই,আরিয়ান টেলিকমের কর্ণধার হাসেন আলি,গড়সেনাপত্যা জুনিয়র হাইস্কুলের অতিথি শিক্ষক মানিক দোলই প্রমুখ।আয়োজকদের পক্ষে অচিন্ত দোলই বলেন,” আগামীদিনে “আমরা সবাই” ক্লাবের পক্ষ থেকে এলাকায় একটি থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির সংগঠিত করার প্রয়াস নেওয়া হবে।”শিবিরে কয়েকটি উল্লেখযোগ্য মুহূর্ত নজরে পড়ে।এক পরিবারের চারজন সদস্য-সদস্যারর মধ্যে চারজনই রক্তদান করেন।পরিবার প্রধান শ্যামসুন্দর দোলই তাঁর স্ত্রী,কন্যা,সদ্য আঠারো উত্তীর্ণ পুত্রকে রক্তদানে উদ্বুদ্ধ করে এমন অনন্য নজির গড়লেন।এছাড়া শিবিরে তিন দম্পতি যুগলে রক্ত দেন। ক্লাবের অন্যতম সদস্য পাঁচকৌড়ি দেব ও মানস ঘোষ চতুর্থ বর্ষের রক্তদান শিবিরটি সাফল্য লাভ করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
এই রক্ত সংগ্রহে ছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক স্নেহাশিস চৌধুরী।