BSK employee:BSK কর্মীদের কর্মীদের দিয়েকেশপুরে শুরু হলো ভোটার তালিকায় নাম তোলার কাজ

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

কেশপুরে শুরু হল নতুন ভাবে ভোটার তালিকায় নাম সংশোধন,সংযোজন ও বিয়োজনের কাজ।প্রায় এক মাস ধরে চলা এ কাজে এবার লাগানো হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের বিএসকের কর্মীদের।এ বিষয়ে এদিন কেশপুরের অডিটোরিয়ামে হয়ে গেল এক প্রশিক্ষণ শিবির।স্থানীয় বিডিও জানান এর ফলে উপকৃত হবে এলাকার 2 লক্ষ 70 হাজার মানুষ।

ভোটার কার্ড এর কাজে BSK

ভোটার তালিকায় নাম সংশোধন,সংযোজন,বিয়োজন ও স্থানান্তকরন এর কাজ শুরু হচ্ছে দেশজুড়ে।গত 12 ই নভেম্বর থেকে আগামী 12 ওই ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ।সাধারণত বিএলওরা এই কাজ করে থাকেন অফলাইনে।তবে বর্তমান সময়ে অফলাইনের পাশাপাশি অনলাইনেও শুরু হয়েছে এই কাজ।তাই একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় প্রত্যেকটি 18 বছরের উর্ধ্ব মানুষ যাতে ভারতের নাগরিক হতে পারে,সেই জন্য ভারত সরকারের পক্ষ থেকে ভোটার তালিকায় প্রত্যেক বছর নাম তোলার কাজ চলে।কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগানো সিদ্ধান্ত নেওয়া হয়।সেই জন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল কেশপুর সমস্ত উন্নয়ন আধিকারিক।

এই বিষয়ে কেশপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ বলেন,” আমরা কেশপুরের প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষদেরকে সহযোগিতা করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগাচ্ছি।এর ফলে কেশপুরের 2 লক্ষ 70 হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন বলেও তিনি জানান”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in