Keshpur Picket:সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নাবালিকার বিয়ে! বন্ধুকে ফিরিয়ে আনার দাবিতে ধর্না কন্যাশ্রী ক্লাবের

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

ফের নাবালিকাকে বিয়ে আর সেই নাবালিকার বিয়ের প্রতিবাদে এবার খোদ নাবালিকার বাড়ির সামনে ধর্না অবস্থানে বসল কন্যাশ্রী ক্লাবের সদস্যরা।তাদের দাবি অবিলম্বে এই নাবালিকাকে স্কুলে পাঠাতে হবে সেই সঙ্গে কেন বিয়ে দেওয়া হয়েছে ১৬ বছরে তার কারণ জানাতে হবে। যদিও এ বিষয়ে নাবালিকার মায়ের বক্তব্য ওই নাবালিকা দু’মাস আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। তবে বিষয়টি নিয়ে তিনি তার মেয়ের শ্বশুরবাড়িতে জানাবেন।

বাড়ির সামনে ধর্না বন্ধুদের

সরকারি আইনকে উপেক্ষা করেই গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসলো গোলাড় কন্যাশ্রী ক্লাবের সদস্যারা।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গোলাড় গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে।কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের অভিযোগ,গোলাড় হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল দোলই (১৬) এর ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে।যা আইনত অপরাধ।শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলইয়ের বাড়িতে হাজির হয় গোলাড় হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যারা।তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্না অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যারা।তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে।তা না হলে তারা ধর্না অবস্থান চালিয়ে যাবে।তবে মেয়ের বিয়ে তারা দেননি,মেয়ে নিজেই পালিয়ে গিয়ে দুমাস আগে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার মা রেখা দোলই।তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যারা।তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্না অবস্থান।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in