নিজস্ব প্রতিনিধি,কেশপুর:
কেশপুরের রাস্তা নিয়ে বাঁধলো রাজনৈতিক বিতর্ক।প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহার ১০০ কোটিতে প্রায় দেড়শ কিলোমিটার রাস্তা মিথ্যে প্রতিশ্রুতি বলে মন্তব্য বিজেপির।বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন এটা ভাঁওতা প্রতিশ্রুতি তবে ভালো কাজ হলে সেটা আমরা সমর্থন করি।
মূলত কয়েকদিন আগে কেশপুরে বিজয় মিছিল করার পর সাংবাদিকদের কেশপুরের বিধায়িকা তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা জানিয়ে ছিলেন কেশপুরে প্রায় দেড়শ থেকে ২০০ কিলোমিটার রাস্তা হতে চলেছে।এই রাস্তা এবং বিধানসভার বিভিন্ন উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার জন্য ইতিমধ্যে সার্ভের কাজ চলছে।তিনি ও জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে ঘোষণা করেছিলেন,যে বিধানসভা লক্ষ ভোটে লিড দেবে তার জন্য ৫০ কিলোমিটার রাস্তা বরাদ্দ থাকবে।সেই মোতাবিক ঘাটাল লোকসভায় ১ লক্ষ ৩ হাজার ভোটের লিড দিয়েছে কেশপুর।যার জন্য কেশপুরের জন্য বরাদ্দ প্রায় ৫০ কিলোমিটার রাস্তা।এরই সঙ্গে আমরা আরো ৫০ + ৫০ প্রায় দেড়শ থেকে ২০০ কিলোমিটার রাস্তার কথা বলেছি।এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছে বিজেপি।এই রাস্তা তৈরির
কথা ভাঁওতা বলে কটাক্ষ বিজেপির। বিজেপির ঘাটাল সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন,”ভালো কাজ হলে আমরা তাকে সমর্থন করি কিন্তু এটা প্রকারের ভাঁওতা।আমার মনে হয় না এই ধরনের কাজ হবে কেশপুরে।
কারণ এগুলো সব মিথ্যে প্রতিশ্রুতি। তাছাড়া যে কাজগুলো হয় সেগুলো অত্যন্ত নিম্নমানের।কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করে বলেন কাজের আগেই তৃণমূল নেতারা কন্ট্রাকটরের কাছ থেকে টাকা খেয়ে নেয়।যার ফলে নিম্নমানের কাজ হয়।তাই এই ভাঁওতা বাজির কথা আমরা আর বিশ্বাস করি না।তবে পাশাপাশি তিনি ও বলেন ভালো কাজকে সমর্থন করে বিজেপি এবং তার পাশে রয়েছে সব দিন।
প্রসঙ্গত উল্লেখ্য,গত ২০২৪ লোকসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় প্রচারে এসেছিলেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি প্রচারে এসেছিলেন মেদিনীপুর লোকসভার দাঁতনে।দাঁতন এবং বেলদার সভা থেকেই তিনি প্রচার করেছিলেন যেই বিধানসভা যত লক্ষ ভোটের লিড দেবে লক্ষ ভোট হিসেবে সেই বিধানসভায় ৫০ কিলোমিটার রাস্তা তিনি কাজ শুরু করবেন।সেই হিসাবে এবারের লোকসভা ভোটে ঘাটাল লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে ঘাটাল থেকে প্রায় দু লক্ষ ভোটের লিড দিয়েছে জনগণ।যার মধ্যে কেশপুর অন্যতম বিধানসভা।যেখান থেকে দেব লিড পেয়েছে প্রায় ১ লক্ষ ৩ হাজার ভোট।