Kespur Vote: হিরন চাইলে রিপোলিং করতে পারে কেশপুরে কিন্তু এজেন্ট আমরা দিতে পারবো না!কটাক্ষ মন্ত্রী শিউলি সাহার

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভা নিয়ে উত্তপ্ত হলো ষষ্ঠ দফার ভোট নির্বাচন। দফায় দফায় হিরণকে নিয়ে বিক্ষোভ তৃণমূলের।রাস্তা অবরোধ করে আগুন জ্বেলে তাকে ঢুকতে বাধাও দেওয়া হয়।এই ঘটনায় পুনঃ নির্বাচনের দাবি করেছেন হিরন চট্টোপাধ্যায় এই কেশপুরের জন্য।যদিও তার এই দাবিকেই কটাক্ষ করেছে তৃণমূল মন্ত্রী।মন্ত্রী শিউলি সাহা বলেন পুনর্নির্বাচনের দাবি যে কেউ করতে পারে কিন্তু তার জন্য আমরা তাকে এজেন্ট দিতে পারব না।

ষষ্ঠ দফার ভোটে উত্তপ্ত হয়েছে ঘাটাল লোকসভার কেশপুর।দফায় দফায় বিজেপি প্রার্থীকে বিক্ষোভের মুখে পড়তে হয় এই কেশপুরে।যদিও এই নিয়ে বিস্তর অভিযোগ করেছে হিরন চট্টোপাধ্যায়।যেমন শাসক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হিরনের ঠিক তেমনি তিনি সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।এই ঘটনায় হিরন রিপোলিংয়েরও দাবি করেছেন।তিনি কেশপুর কে পাকিস্তানের সঙ্গেও তুলনা করেছেন।আর এই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের এই দাবিকেই কটাক্ষ করেছে তৃণমূল।কেশপুরের বিধায়িকা তথা মন্ত্রী শিউলি সাহা, হিরনের উদ্দেশ্যে বলেন কেশপুর দুর্জয় ঘাঁটি।এখানে অশান্তি পাকানো যাবে না।কেশপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী দেবকেই বিপুল ভোটে জয়ী করবে।যদিও হিরনের কেশপুরের পুনর্নির্বাচনের দাবিকে তিনি কটাক্ষ করে বলেন হিরন চাইতেই পারে পুনর্নির্বাচন।কিন্তু ওদের বুথের এজেন্ট আমরা খুঁজে দিতে পারব না।যারা নিজেদের বুথে এজেন্ট বসাতে পারে না তারা ভোটের লড়াই বা করবে কিভাবে।

যদিও অন্যদিকে কেশপুরে কত ভোটের লিড দেওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন কত ভোটের লিড হবে তা বলতে পারব না।তবে আমরা সবচেয়ে বেশি লিড দিয়ে দেব কে জিতিয়ে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচন করব।


Share

dnews.in