নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্মোৎসর্গ দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে শহীদ প্রশস্তি সমিতির পক্ষ থেকে নিমতলা চকে বিকেলে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় এইদিন সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক সুরেশ চন্দ্র দাস। বিশেষ অতিথি শিক্ষক রামপ্রসাদ ঘোষ, প্রধান আলোচক অধ্যাপক মঙ্গল নায়েক, অবসর প্রাপ্ত শিক্ষক অতীন্দ্রনাথ বেরা ,মাননীয় প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভূঁইয়া , মানবাধিকার কর্মী মাননীয় দীপক বসু ,বিপ্লব বিমল দাশগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক পঞ্চানন প্রধান ,শহীদ ক্ষুদিরাম বসু জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অবিভক্ত মেদিনীপুর জেলা সম্পাদক অমল মাইতি, শহীদ প্রসস্তি সমিতির সম্পাদক ডাক্তার প্রানোতোষ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক অধ্যাপক মঙ্গল নায়ক তিনি বর্তমান ক্ষুদিরাম সহ আপসহীন ধারার বিপ্লবীদের ইতিহাস কে যথাযোগ্য মর্যাদায় তুলে ধরার প্রয়াস আমাদের সকলকে করতে হবে। যেভাবে নানান মহল থেকে এই সমস্ত বিপ্লবীদের কালিমা লিপ্ত করা হচ্ছে তার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসঙ্গে শহীদ প্রসস্তি সমিতির পক্ষ থেকে শহরের সমস্ত মূর্তিগুলোকে মর্যাদার সহিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবার জন্য প্রশাসনের কাছে সাহায্যের বার্তা এবং সমস্ত মেদিনীপুর বাসীর কাছে আবেদন জানিয়েছেন।
আজকের সভাপতি অধ্যাপক সুরেশ চন্দ্র দাস মহাশয়ের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।