রাত ফুরোলেই লক্ষ্মীপূজা!প্রতিমা কেনার ভিড় মেদিনীপুর শহরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

দুর্গাপূজা শেষ হয়েছে এবার কোজাগরী লক্ষ্মী পুজো।মূলত বাংলা আর বাঙালি তার ১২ মাসের ১৩ পার্বণ হিসেবে পুজো করে থাকে।আর এই লক্ষ্মীপূজো প্রতিটা বাড়িতে হয় বললেই চলে।তাই এদিন মেদিনীপুর শহরের আনাচে-কানাচে দেখা গেল লক্ষ্মী প্রতিমা কিনতে।একদিকে যেমন লক্ষ্মী প্রতিমা কিনছে তারা অন্যদিকে তার আনুষঙ্গিক পূজার নৈবেদ্য কিনতে দেখা গেল তাদের।ধানের শিষ,মাটির ঘট ফলমূল মিষ্টি সবই কিনছে তারা।

এরপর সারাদিন উপোস করে আগামীকাল তারা পুজোর ব্রতী হবে। এক্ষেত্রে মহিলারা পুজো করবেন মা লক্ষ্মীর।তবে এবারের রীতিমতো মাটির দাম বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মী প্রতিমার দামও বেড়েছে।ফলে কোনক্রমে প্রতিমা কিনে নৈব নৈব চ করে পুজো সারতে চলেছে শহরবাসী। তবে শহরের বেশ কিছু লক্ষ্মী মন্দির রয়েছে।সেগুলো ঢাকঢোল বাদ্যিসহকারে পরম্পরা মেনে লক্ষীপুজো হবে এইবারও। অংশ নেবে তাদের বাইরে থাকা বাড়ির প্রবীণ সদস্যরাও।


Share

dnews.in