নিজস্ব প্রতিনিধি,গড়বেতা :
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ধাদিকা যুব গোষ্ঠীর দুর্গাপূজায় এবারের থিম বৃন্দাবনের প্রেমমন্দির।পুজোর বাজেট ২৫ লাখ টাকা। প্রতিদিনই লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে এই পূজো মন্ডপে। মূলত এই নবমী পেরিয়ে গেলেই পুজোর রেশ কমে যাবে।
তাই হাতে সময় নেই চলুন ঘুরে আসি হাতের সামনে জেলার শেষ প্রান্ত বৃন্দাবন মন্দিরের মন্ডপ দেখতে। জেলার বিভিন্ন বিগ বাজেটের পুজোর সঙ্গে রীতিমত টক্কর দিচ্ছে এই বৃন্দাবনের প্রেম মন্দির। তাই উদ্যোক্তাদের দাবি এবারে তাদের পুজো মণ্ডপ করে সার্থক হয়েছে।