Letter for Mamta Banerjee: দাবি আদায়ে স্কুলের কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা!”খাম ভরো”কর্মসূচি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

এবার নিজেদের দাবি-দাওয়া পূরণে অভিনব পদ্ধতি বেছে নিল সরকারি স্কুলে কাজ করা কম্পিউটার শিক্ষক,শিক্ষিকারা যা west bengal ict school co- ordinator welfare association নাম দিয়ে। গোটা রাজ্যে ৬০০০ জেলায় ২৭০ জন এই শিক্ষক শিক্ষিকা অংশ নিল এই খাম ভরো কর্মসূচিতে। তারা এদিন হেড পোস্ট অফিসে অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পৌঁছানো আছে।সেটা খুলে দেখার আর্জি রইল।

মূলত তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে সরকারি আওতা ভুক্ত হলেও সরকারি কন্ট্যাকচুয়াল কর্মীদের মত বেতন কাঠামোর তাদের হয়নি। আগে তারা এটি প্রাইভেট সংস্থার হয়ে কাজ করতেন এখন তারা সরকারিভাবে কাজ করছেন।অথচ সারা বছর তারা কম্পিউটার শিক্ষা দেওয়ার পাশাপাশি স্কুলের সাথে যুক্ত বিভিন্ন প্রকল্পের কাজ, দুয়ারে সরকার,আধারের মতো গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।বহুবার এই নিয়ে বহু জায়গায় আবেদন নিবেদন করা হয়েছে।তবুও কর্ণপাত করেনি উপর মহল,ফলে অর্থনৈতিক সংকটে ভুগছে তারা।এই অবস্থায় এবার তারা বেছে নিল এই অভিনব পদ্ধতি।কি সেই পদ্ধতি? মূলত তারা চাইছে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পুরো দাবি দাওয়ার বিষয়গুলি তুলে ধরবে।সেই মতো তারা এদিন এক কর্মসূচি নেয় শহরের হেড পোস্ট অফিসে।

অফিস চত্বরেই তারা সবাই মিলে চিঠি লিখে খামে ভরে অভিযান করেন।মূলত এখানে চিঠি খামে ভরে তারা একসাথে পাঠিয়ে দেয় মুখ্যমন্ত্রী এবং নবান্নের উদ্দেশ্যে যার নাম দেওয়া হয়েছে “খাম ভরো অভিযান”।তারা মনে করছে এভাবে দাবিদাওয়া সম্মিলিত চিঠি স্বয়ং মুখ্যমন্ত্রীর নবান্নে পৌঁছলে হয়তো সমস্যার সমাধান হবে এবং তাদের বেতন কাঠামোসহ বেতন বৃদ্ধি ঘটবে।এদিন প্রায় জেলায় কাজ করা ২৭০ জন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ‘খাম ভরো” অভিযানে অংশ নিলেন।সবাই একসাথে চিঠি লিখে সেই চিঠি খামে ভরলেন।এইদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ পান, রাজ্য সেক্রেটারি বিট্টু নন্দী,নিখাত পারভীন,সভাপতি চিরঞ্জিত ঘোষ,সেক্রেটারি শেখ কাদের নেওয়াজ সহ ২৭০ জন সদস্য।

এই বিষয়ে শিক্ষিকা নিখাত পারভীন বলেন দীর্ঘদিন ধরে কাজ করছি অথচ বেতন কোন ভাবেই বাড়েনি। তিন বছর ধরে আমরা সরকারি অন্তর্ভুক্ত।তারপরও আমাদের বেতন ১০ হাজার টাকা।বহু জায়গায় আবেদন নিবেদন করেছি তারপর এই ধরনের খাম ভরো অভিযান,যাতে মুখ্যমন্ত্রী টনক নড়ে এবং আমাদের আবেদনে সাড়া দেয়।

অন্যদিকে সংস্থার রাজ্য সভাপতি স্বরূপ পান বলেন যেখানে এত বছর ধরে কাজ করায় আমাদের বেতন হয়ে যাওয়া উচিত ছিল ২৪ হাজার টাকা। কিন্তু সেখানে বেতন সেই ১০০০০ টাকা। আমরা আজকে তাই সবাই মিলে খাম ভরো অভিযানে অংশ নিয়েছি। তারপরও যদি দাবি-দাওয়া না মেটে তখন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।


Share

dnews.in