Locket Chatterjee:CBI র কাছে কোন তথ্য নেই,লোপাট করা তথ্য দিয়েছে কলকাতা পুলিশ!প্রচারে এসে মন্তব্য লকেটের

Share

নিজস্ব প্রতিনিধি,কলসী ভাঙ্গা:

মেদিনীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।প্রচারের আগেই সঞ্জয় কে নিয়ে তিনি এক প্রস্থ মন্তব্য করেন,মন্তব্য করেন সিবিআই নিয়ে।তিনি বলেন কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ দিয়েছে সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের কাছে নতুন কোন তথ্য নেই।

প্রচারে লকেট

আগামী 13 তারিখ রয়েছে রাজ্যের পাঁচটি বিধানসভার পাশাপাশি মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন।আর সেই উপনির্বাচনের প্রচার এখন চলছে জোর কদমে।এদিন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচারে এসেছিলেন প্রাক্তন সাংসদ,বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।তিনি এইদিন বিকেল সন্ধ্যে নাগাদ আসেন প্রার্থীর হয়ে প্রচারে সাওড়া কলসি ভাঙ্গা এলাকায়।তিনি প্রার্থীকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে রীতিমতো কয়েক কিলোমিটার প্রচার করেন।প্রার্থীকে জেতানোর পাশাপাশি মোদির উন্নয়নের বিভিন্ন খতিয়ান তিনি গ্রামের মানুষের কাছে তুলে ধরেন। তবে প্রচারের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে RGkar কাণ্ডে সঞ্জয় প্রসঙ্গে মন্তব্য করলেন এই প্রাক্তন সাংসদ।অভিযুক্ত সঞ্জয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন আমরা আগেও বলেছি সঞ্জয় জড়িত কিন্তু সঞ্জয় একা জড়িত নয়।

আরজিকর কান্ডে সঞ্জয়ের পাশাপাশি অনেক ডাক্তার বাবুরাও জড়িত রয়েছে।কলকাতা পুলিশের বিরুদ্ধে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন কলকাতা পুলিশ সমস্ত তথ্য লোপাট করে দিয়েছে।এরপর সিবিআই এর তদন্ত প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন সিবিআই প্যারাসুটে করে নেমে আসেনি।কলকাতা পুলিশ যা তথ্য প্রমাণ দিয়েছে সেগুলি ইনভেস্টিগেশন করছে তারা।যেহেতু কলকাতা পুলিশ আগেই তথ্য-প্রমাণ লোপাট করে দিয়েছে তাই সিবিআই এর পক্ষে ইনভেস্টিগেশনে সমস্যা হয়েছে। তাই তারা সঞ্জয়কেই অভিযুক্ত হিসেবে দাবি করেছে। নতুন করে CBI এর কাছে আর কোন তথ্য নেই।


এরপর এই উপনির্বাচনে আর জি কর প্রভাব নিয়ে তিনি বলেন গ্রামবাংলায় আরজিকর নিয়ে ভালো প্রভাব পড়েছে।যার প্রভাব এই নির্বাচনে পড়বে পাশাপাশি তিনি বলেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাই এখানকার মানুষ দেখতে পাচ্ছে।তারা এই দেখেই ভারতীয় জনতা পার্টিকে এই উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in