Madhyamik Parikksha 2024:নির্বিঘ্নে শেষ হলো 2024 এর মাধ্যমিক পরীক্ষা!পরীক্ষার্থীদের মুখে চওড়া হাসি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

অবশেষে নির্বিঘ্নে শেষ হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের পরীক্ষা হল নির্বিঘ্নে আর পরীক্ষা দিয়েই তার ভালো হওয়ার মন্তব্য পরীক্ষার্থীদের মুখে।এরকমই ছবি দেখা গেল এই দিন।মূলত কড়া প্রহরা এবং হাতি উপদ্রুত এলাকায় কড়া নিরাপত্তার সঙ্গে শুরু হয়েছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষা।এইদিন পরীক্ষা ছিল বাংলা পত্রের।বাংলা পত্রের পরীক্ষা দিয়ে চওড়া হাসি হাসলো পরীক্ষার্থীরা।পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা জানালো তারা প্রশ্নপত্র যেমন ভেবেছিল তেমনি এসেছে এবং ভালোই নাম্বার পাবে বলে আশাবাদী।

উল্লেখ্য ১৫ টি বিধানসভার মধ্যে শালবনি,গড়বেতা এপাশে মেদিনীপুর বিধানসভার চাঁদড়া,ধেড়ুয়ার কিছুটা অংশ হাতি উপদ্রুত।তাই আগেই বৈঠক সেরেছেন জেলাশাসক ও বন আধিকারিকরা।সেই নির্দেশ মতো এই দিন ভোর থেকেই চলল প্রহরা।মাধ্যমিক পরীক্ষার্থীর গাড়িগুলোকে এসকর্ট করে প্রহরার মধ্যে নিয়ে গেল ঐরাবত গাড়ি।এরই সঙ্গে এলাকায় এলাকায় চলছে মাইকিং প্রচার সঙ্গে অবস্থান রত হাতি করিডোর গুলো ব্লক করে করে তৎপরতা দেখিয়েছে বন কর্মীরা। যদিও এই প্রহরা থাকবে একদম সন্ধ্যে রাত্রি নাগাদ।যতক্ষণ না মাধ্যমিক পরীক্ষার্থীরা বাড়ি ফেরে এবং শুধু মাধ্যমিক পরীক্ষা না,উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই প্রহরা চালিয়ে যাবেন দপ্তরের কর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য ঝাড়গ্রাম,রূপনারায়ণপুর,মেদিনীপুর এবং খড়গপুর ডিভিশনের অধীনে জঙ্গলে প্রায় ১০০টি হাতি রয়েছে জঙ্গলমহল এলাকায় বন দফতর সূত্রে খবর।এই পরীক্ষার দিন গুলিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।সকাল ৫টা থেকে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বাড়ি না পৌঁছানো পর্যন্ত পেট্রলিং করে বন কর্মীরা।তাছাড়াও পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর জন্য গাইড করে।জঙ্গলের ভেতরে শট রুট যাতে ব্যবহার না করে সেজন্য সতর্ক করা হয় প্রচারের মাধ্যমে।জঙ্গলের ভেতরে শটরুটে ড্রপ গেট করা হয়।এরই সঙ্গে ঝাড়গ্রাম জেলায় AI ক্যামেরার মাধ্যমে হাতির গতিবিধির উপর নজর রাখছে দফতর কর্মীরা।কোন এলাকায় কতগুলি হাতি রয়েছে তা আগাম জানিয়ে দেওয়া হয় বাল্ক ম্যাসেজের মাধ্যমে।তাছাড়া যাতে হাতি উপদ্রুত এলাকায় যাতে হাতির পথ এড়িয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর জন্য সব রকম ব্যবস্থা নেয়।

উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার।গত বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮ হাজার ২৭৬ জন।এবছর ৬৩হাজার ৪৭৭জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পাওয়া খবরে পরীক্ষার্থী বসছে ৫১,২৬৮ জন।যার মধ্যে ছাত্র সংখ্যা ২৩,৬২৮ জন,ছাত্রীর সংখ্যা ২৭,৬৪০ জন।মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা থাকছে ১২৫টি।এরমধ্যে মেন ভেনু ৮৩টি এবং সাব ভেনু ৪২টি। ভুল ইনফরমেশন। কোনও সমস্যা হলে হেল্পলাইন: ০৩২২২- ২৭৫৪৫৫, ০৩২২২- ২৭৬৫৮২।এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় সকাল সাড়ে ৮টা থেকে,প্রশ্নপত্র বিতরণের সময় সকাল ৯:৪৫ মিনিটে, পরীক্ষার সময় সকাল ১০টা থেকে বেলা ১টা।


Share

dnews.in