নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
প্রথম জেলা সম্মেলন কিন্তু প্রথম সম্মেলনেই আয়োজকদের কড়া ধমক মন্ত্রীর। ঘটনা মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে।এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয় আর তাতেই আমন্ত্রিত ছিল রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান ডাঃ মানস ভূঁইয়া। সম্মেলনে নেতৃত্ব এবং কর্মীদের সিটে না বসে পায়চারি করতে দেখে তিনি এই ধমক দেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনের মঞ্চে উঠেই সংগঠনের নেতৃত্বদের চরম ভর্ৎসনা করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান ডাঃ মানস ভূঁইয়া। শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয় সংগঠনের প্রথম জেলা সম্মেলন।সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া।তিনি হলের মধ্যে ঢোকার আগেই দেখতে পান হলের বাইরে সংগঠনের সদস্যদের ইতস্তত ঘোরাফেরা করতে।আর তাতেই চটে যান তিনি। মঞ্চে উঠেই সংগঠনের জেলা সভাপতি শীতল বীদ সহ জেলা নেতৃত্বদের ভর্ৎসনা করে বলেন,এরা কি মেছো মার্কেটের মেম্বার নাকি।নেতাদের উদ্দেশ্যে বলেন শুধু নেতার ভীড়,কর্মী কম।কি করেন আপনারা?একটা সরকারি কর্মচারীদের সংগঠনের কোনো অনুশাসন নেই। তিনি ধমক দিয়ে সব কমিটি ভেঙে দেওয়ার কথাও বলেন হুমকির সুরে।তিনি মাইক হাতে নিয়ে বলেএই সংগঠনে কোন ফক্কড়ি করা চলবে না।