Alok Bhattacharjee: প্রাক্তন সভাপতির স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির রুরাল মেডিকেল প্র্যাকটিশনের এন্ড হেলথ অ্যাসোসিয়েশনের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

হাসপাতালে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের আকাল অব্যাহত।তাই এই রক্তের সংকট মেটাতে সেই সঙ্গে সংগঠনের প্রাক্তন কার্যকরী সভাপতি স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর রুরাল মেডিকেল প্রাকটিশনার এন্ড হেল্প অ্যাসোসিয়েশনের।পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 33 জন রক্তদাতা এদিন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।

শুক্রবার রুরাল মেডিকেল প্র্যাকটিশনের এন্ড হেলথ অ্যাসোসিয়েশনের এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো তাদের দপ্তরে। মূলত অ্যাসোসিয়েশনের প্রাক্তন কার্যকারী সভাপতি স্বর্গীয় ডঃ অলোক কুমার ভট্টাচার্য্যের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় এই রক্তদান শিবির।এই শিবির অনুষ্ঠিত হয় স্থানীয় জাগৃতি নগর দেশপ্রিয় ব্যায়ামাগারের পাশে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান।এই শিবিরে এইদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সভাপতি ডঃ দেবব্রত চ্যাটার্জি,বিশিষ্ট সমাজ সেবী মলয় কুমার রথ,সমাজসেবী শেখ লিয়াকত, তরুণ সংঘ ব্যায়ামাগারের যুগ্ম সম্পাদক নন্দ ভগত,তপন ভকত ও অন্যান্য অতিথিবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডঃ মির্জা আহমেদ বক্স ও সহ সম্পাদক শুভদীপ হাজরা ও কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ব্যানার্জি।

এইদিনের এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের অন্যতম সদস্য শিবু রানা।উল্লেখ্য,এই রক্তদান শিবিরটি ডেবরা ব্লাড ব্যাংক সহযোগিতা করেছে,এদিন রক্তদান শিবিরে মোট 33 জন রক্তদাতা রক্ত দান করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in