নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
“অগা,বগা,লগাদের ভয়ে কাজ শুরু করলাম,ইতি ডিয়েচু”ঠিক এই ভাষাতেই প্ল্যাকার্ড লেখা,তার নিচে বসেই রোগী দেখছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা।একদিকে আন্দোলন আর অন্যদিকে রোগী দেখছেন ডাক্তাররা,ঠিক দু’রকম চিত্র মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আর জি করের ঘটনায় প্রতিবাদ গোটা রাজ্যের সঙ্গে দেশ এবং বিদেশের।এই আন্দোলনে সামিল হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা।জুনিয়র,সিনিয়র সহ ইন্টার্নরাও প্রতিদিন কর্মবিরতিতে সামিল হয়েছেন।যদি ওই আন্দোলনের ঢেউ গোটা সমাজেই ছড়িয়ে পড়েছে।স্কুল-কলেজ বিভিন্ন সংঘ সমিতি ক্লাব থেকে প্রতিবাদ জানিয়েছে নাগরিক বৃন্দরা।এবার টেবিল পেতে আন্দোলনের পাশেই রোগী পরিষেবা দেওয়া শুরু করলেন সিনিয়র ডাক্তাররা।যদিও তার আগে তারা প্লাকার্ড সেঁটে দিলেন তার টেবিলের উপরে।তাতে লেখা রয়েছে অগা,বগা,লগাদের ভয়ে আবার কাজ শুরু করলাম ইতি ডিয়েচু,বেনু গোয়ালা। যা ঘিরে ফের নতুন করে চাঞ্চল্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।এর থেকে বোঝা যাচ্ছে,কোথাও একটা চাপ সৃষ্টি করা হচ্ছে।যদিও এদিন ডাক্তার বাবুরা স্বীকার করেননি কোনভাবেই কোথা থেকে বা কারা চাপ সৃষ্টি করছেন।তারা উল্টে সাংবাদিকদের উপরেই চাপিয়ে দিয়েছেন যে আপনারা সিনিয়র,আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন।
এক ডাক্তারবাবু কথাতেও স্পষ্ট যে ডাক্তার মহলের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।তাই বাধ্য হচ্ছেন তারা আন্দোলন স্থলে বসেই রোগী দেখতে।এক সিনিয়র ডাক্তারবাবুর কথায়,”শিক্ষিত বুদ্ধিজীবীদের আন্দোলন,শিক্ষিত মানুষ এই আন্দোলনে যুক্ত তারা বুঝে যাবেন ঠিকই,কি বলা হয়েছে।খোলসা করে প্রশাসনিক চাপের কথা স্বীকার না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তারবাবুদের উপর কি পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে প্রশাসনিকভাবে।