Medical College: অবশেষে পড়ুয়াদের আবেদনকে মান্যতা!টার্মিনেটর করে প্রিন্সিপাল জানালেন” সব শেষ”

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

একদিকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার সিবিআই হাতে অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে তারই শিষ্য তৃণমূল নেতা মোস্তাফিজুর রহমানকে টার্মিনেটর করল মেদিনীপুর মেডিকেল কলেজ প্রিন্সিপাল যা নিয়ে নিজেদের জয় দেখছে মেডিকেল কলেজ পড়ুয়ারা।তবে তাদের দাবি মুস্তাফিজুর একজন নয় এরকম হাজার হাজার মুস্তাফিজুর রয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে,তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে।

অবশেষে টার্মিনেটর

অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার ক্ষেত্রে টার্মিনেটর করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী।যা নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে মেদিনীপুর মেডিকেল কলেজের পড়ুয়া শহর জুনিয়র ডাক্তাররা।প্রসঙ্গত উল্লেখ্য, আরজিকরের ঘটনায় প্রতিবাদে নেমেছিল মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার,ইন্টার্ন পড়ুয়া সহ সিনিয়র ডাক্তাররা।পরবর্তীকালে আর জি করের সঙ্গে খোদ মেদিনীপুর মেডিকেল কলেজে শাসক দলের এক নেতা মুস্তাফিজুর রহমানের দাপাদাপি নিয়েও তারা আন্দোলনে নেমে পড়ে।এই জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারদের একাংশের অভিযোগ ছিল মুস্তাফিজুর রহমান নামে এই শাসকদলের নেতা নিজেকে হাউস স্টাফ ও নেতা দাবি করে আমাদের রাগিং করতো,ভয় দেখাতো,জোর করে আইটেম সঙ্গে নাচতে বলতো।এরই সঙ্গে বিভিন্ন সময় কথা না শুনলে তাদের পরীক্ষায় বসতে না দেওয়া এবং ফেল করিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।যদিও এই ঘটনায় তারা নতুন করে আন্দোলন শুরু করেছিল গত কয়েকদিন ধরে।কখনো প্রিন্সিপাল রুমে কখনো বা মেডিকেল কলেজে।

যদিও সেই ঘটনায় তড়িঘড়ি এক নোটিশ জারি করে মেদিনীপুর মেডিকেল কলেজ যেখানে মুস্তাফিজুর রহমানকে মেদিনীপুর মেডিকেল কলেজে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়,সেই সঙ্গে মান্যতা দেওয়া হয় পড়ুয়াদের বেশ কিছু দাবি-দাওয়া কে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ফের ভোল বদল করে ফেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।তারা দ্বিতীয় নোটিসে জানিয়ে দেয় এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এবং মুস্তাফিজুরের উপর কোন ধরনেরই নিষেধাজ্ঞা থাকছে না কারণ হাউস স্টাফ মেদিনীপুর মেডিকেল কলেজের।সেই ঘটনায় পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে তারা পুনরায় ঘেরাও করে রাখেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডিন এবং সুপারকে।গভীর রাত অব্দি ঘেরাও করে রাখার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের আলোচনায় বসার সম্মতি জ্ঞাপন করে।আজ এই আলোচনার পর অবশেষে তার টার্মিনেটরের কথা জানান সাংবাদিকদের সাফ জানিয়ে দেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী।তিনি এও বলেন মুস্তাফিজুর রহমান পুরোপুরি শেষ,তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হল।

এই নিয়ে মেডিকেল কলেজ প্রিন্সিপাল মৌসুমী নন্দী বলেন,”আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যে বৈঠকের মত আমরা আগামীকাল টাঙিয়ে দেবো।এই বৈঠক নিয়ে ছাত্ররা আপনাদেরকে সব বলেছে।তবে এইটুকুই বলবো মুস্তাফিজুরের আজ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর কোনদিন ঢুকতে পারবে না।সেই সঙ্গে ও শেষ হয়ে গেল বলেও তিনি মন্তব্য করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in