Medical Student:”ন্যায় সংহিতায় নতুন আইন ডাক্তারদের সমস্যায় ফেলবে”অবস্থান-বিক্ষোভে মেডিকেল কলেজের পড়ুয়া সহ ডাক্তাররা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

নতুন ন্যায় সংহিতা আইনে ডাক্তারদের হয়রানি এবং জেল জরিমানা হবে এই আশঙ্কায় আশঙ্কিত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে অবস্থানে বসল মেডিকেল কলেজে।এই অবস্থানে মেডিকেল কলেজের পড়ুয়ার পাশাপাশি অংশগ্রহণ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার এবং বিশিষ্ট চিকিৎসকেরা।তাদের দাবি কেন্দ্রীয় সরকার কোন কিছু না জেনে শুনে বুঝে এই ধরনের একটা আইন জারি করেছে যা ডাক্তারদের জন্য সমস্যা হবে। এই আইন আমরা মানছি না মানবো না।

এবার ন্যায় সংহিতার বেশ কিছু ডাক্তারি আইন নিয়ে অবস্থানে বসল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত মেডিকেল কলেজের পড়ুয়ারা।ঘটনাক্রমে বলা যায় সম্প্রতি ব্রিটিশ আইন সরিয়ে ভারতীয় ন্যায় সংহিতা আইন জারি করেছে কেন্দ্রীয় সরকার।আর এই ন্যায়সংহিতা আইন জারি হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজ্য,দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিতর্ক এবং প্রতিবাদ।সম্প্রতি কিছুদিন আগে আইনজীবী মহলের একাংশ এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন,নেমেছিল রাজ্যের শাসকদলের আইনজীবী সংগঠন।এবার ডাক্তারদের উপর ৩০৪ ধারা বিলোপ করে দিয়ে ১০৬ ধারা চালু করার প্রতিবাদে অবস্থানে বসলো মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পড়ুয়ারা।এদিন মেডিকেল মেডিকেল কলেজ সুপারের দপ্তরের নিচেই তারা ত্রিপল পেতে প্লাকার্ড নিয়ে অবস্থানে বসে পড়েন।ছাত্র-ছাত্রীসহ মেডিকেল কলেজের এই পড়ুয়াদের এই অবস্থানে প্লাকার্ডের উপরের লেখা ছিল “we want justice” এবং আমরা এই ধরনের আইন মানছি না মানব না।এই ক্ষেত্রে মেডিকেল কলেজের এই পড়ুয়ারায় যুক্তি দেখিয়েছেন যে এই আইন প্রণয়নেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত এই মেডিকেল কলেজের রোগীদের ক্ষেত্রে বিশেষ সমস্যা হবে।

কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছেন সরকারী হাসপাতালে যেই রোগী আসুক তৎক্ষণাত তাকে ট্রিটমেন্টের জন্য তার চিকিৎসা করা হয়।সেক্ষেত্রে পরবর্তীকালে নানারকম সমস্যাও দেখা দেয় এবং সেই সমস্যার ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত করতে পারে।এতে ডায়াগনোসিস না করেই চিকিৎসা শুরু হওয়ার প্রাথমিক চিকিৎসায় ফেঁসে যাতে পারে ডাক্তাররা।তাদের জেল জরিমানা এবং শাস্তিযোগ্য হতে পারে এ আশঙ্কায় তারা আশঙ্কিত।এর ফলে ডাক্তাররা তারা মানবদরদী হয়ে ওঠার রাস্তা বন্ধ হয়ে যাবে।যার দরুন ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হবে গ্রাম বাংলা থেকে উঠে আসা হাজার হাজার মানুষ যারা বিনে পয়সায় চিকিৎসা নিতে আসেন এই সরকারি হাসপাতালগুলোতে।তাই এই আইনের বিরুদ্ধেই তারা রুখে দাঁড়ান এবং অবস্থানে বসেন মেডিকেল কলেজ হাসপাতালে।এই পড়ুয়াদের পাশাপাশি তাদের সঙ্গে উপস্থিত এবং অবস্থানে ছিলেন মেডিকেল কলেজের হাসপাতালের সুপার সহ বিভিন্ন বিভাগের ডাক্তার বাবুরা।সেই চিকিৎসক রাও তাদের অবস্থানে বসে তাদের ক্ষোভ ব্যক্ত করেন।

এ বিষয়ে হাসপাতাল সুপার প্রফেসর জয়ন্ত কুমার রাউত বলেন,”দু বছরের জেল কে সেখানে কেন্দ্র সরকার পাঁচ বছর করেছে।এছাড়া তৎক্ষণাৎ কোন রোগীকে ট্রিটমেন্ট করতে গেলে যে পরিষেবা এখানে দেওয়া হয় পরবর্তীকালে রোগী বিগড়ে গেলে জেল জরিমানা হবে এই ডাক্তারদের।তাই এই আইনকে অবিলম্বে রদ করা প্রয়োজন।

অন্যদিকে এক চিকিৎসক রবি হেমব্রম,কল্যাণ বসু বলেন,”নতুন ন্যায় সংহিতা আইনে ডাক্তারদের জন্য শাস্তিযোগ্য অপরাধ বাড়ানো হয়েছে যা আমরা মানছি না।আগে যেখানে দু বছরের জেল এবং জরিমানা ছিল সেখানে পাঁচ বছরের জেল জরিমানার কথা কেন্দ্র সরকার নতুন আইনে জারি করেছে,যার ফলে চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in