Aditiya Creation: কাউন্সিলরের হাত ধরে পথচলা শুরু অদ্বিতীয়া ক্রিয়েশনের!শাড়ি শুরু 99 টাকা থেকে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এক মহিলা পরিচালিত শাড়ির দোকানের উদ্বোধন হলো ঘটা করে মেদিনীপুরে।যেখানে মহিলাদের পোশাকের যাবতীয় পোশাক-আশাক পাওয়া যাবে পাইকারি সুলভ মূল্যে এবং সমস্ত ভ্যারাইটির।এই দোকানের নাম দেওয়া হয়েছে “অদ্বিতীয়া ক্রিয়েশন”।যার উদ্বোধনে এসেছিলেন 5 নং ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় সহ বিশিষ্ট মানুষ জনেরা।

মেদিনীপুরে অদ্বিতীয়ার পথচলা

মূলত মেদিনীপুর শহরের পালবাড়িতে বসবাস করেন মৌ চৌধুরী নামে এক বছর 40 এর মহিলা।দীর্ঘদিন তিনি গাড়ির শোরুম সহ বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালাতেন।কিন্তু সেখানে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন এবং ইচ্ছে প্রকাশ করেন নিজে স্বনির্ভর হওয়ার।এই স্বনির্ভর মহিলা মৌ চৌধুরী এবং তার পরিবারের উদ্যোগে পায়ে দাঁড়াতে একটি শাড়ির দোকানের খোলার ইচ্ছে প্রকাশ করেন।শুধু দোকান নয় সেই সঙ্গে মহিলারা যাতে অল্প দামে সমস্ত ভ্যারাইটি এবং ব্রান্ডেড জিনিস পত্র পেতে পারে তার জন্য তিনি উদ্যোগী হন।সেই মোতাবেক দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন স্বনির্ভর গ্রুপের লোন নিয়ে পথ চলা শুরু হলো এই অদ্বিতীয়ার।মেদিনীপুর শহরের বিধান নগর ডাক বাংলো রোডে এই অদ্বিতীয়া ক্রিয়েশন শোরুমের উদ্বোধন হয় ঘটা করে।এই শোরুমে বেনারসি,জামদানি,বালুচরি,সিল্ক,কটন,সিল্ক ঢাকায়,ফ্যান্সি,সিল্ক সহ বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে ব্লাউজ সায়া কুর্তি এবং নাইটি পাওয়া যাবে।এরই পাশাপাশি যেমন রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা তেমনি রয়েছে ডিসকাউন্ট এর ব্যবস্থা।এদিন মৌ চৌধুরী,ভাই সুরজিৎ চৌধুরী এবং বাবা শক্তিপদ চৌধুরী ও মা যমুনা চৌধুরীকে নিয়ে এই শোরুমের আনুষ্ঠানিক পথ চলা শুরু করেন।

এই শোরুম ও দোকান উদ্বোধন করতে এসে এলাকার কাউন্সিলর মৌ রায় বলেন,”একজন মহিলা তার পায়ে দাঁড়াতে এবং স্বনির্ভর হতে এ ধরনের দোকানের উদ্বোধন সত্যি দেখে ভালো লাগছে।আমরাও চাই রাজ্যের সমস্ত মহিলারায় স্বনির্ভর হোক এবং সংসারের উন্নতি হোক।

যদিও এই বিষয়ে দোকান মালকিন মৌ চৌধুরী বলেন,”আমার মত যাতে আরো পাঁচটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হয় তার বার্তা দিতেই উদ্যোগ আমার।এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির পোশাক আশাক রয়েছে সেই সঙ্গে রয়েছে পাইকারি ও হোম ডেলিভারির ব্যবস্থা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in