Medinipur Bridge : অবশেষে মেদিনীপুর জেলায় দুটি ব্রিজের জন্য প্রায় 305 কোটি টাকা মঞ্জুর! পোস্ট করলেন নিতিন গডকরি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

একসঙ্গে দু-দুটি ব্রিজ বরাদ্দ মেদিনীপুর জেলাবাসির।কেন্দ্রীয় মন্ত্রীর সোস্যাল মিডিয়ার পোস্ট স্বভাবতই খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে।চার লেনের এই ব্রিজ জুড়বে ন্যাশনাল হাইওয়ের সাথে। এই দুটি ব্রিজের জন্য বরাদ্দ প্রায় ৩০৫ কোটি টাকা।

অবশেষে স্বস্তি,স্বস্তি এলো কেন্দ্র সরকারের তরফ থেকে। দীর্ঘ দিনের দাবি মিটলো মেদিনীপুর জেলাবাসীর।প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুর থেকে খড়গপুর হয়ে কলকাতা যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই মোহনপুর বাস ব্রিজ বা যাকে বীরেন্দ্র সেতু বলা হয়। দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থা ছিল।মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে যেত।এরই সঙ্গে এদিকে যান চলাচলে দুলে উঠত।এই সেতু বারবার ধরে রিপেয়ারিং করা হয়। তারপরও বেহাল দশা।বহুবার আবেদন নিবেদন করা হয়েছিল এবং বহুবার ইঞ্জিনিয়াররা এসে মাপজোকও করে গেছেন। কিন্তু তারপরও দীর্ঘ টালবাহানায় পড়েছিল ব্রিজ। অবশেষে সেই ব্রিজের জন্য টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রী।

গতকাল কেন্দ্র মন্ত্রী নিতিন গডকরী তার সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন পশ্চিম মেদিনীপুরে দুটি ব্রিজের জন্য বরাদ্দ ৩০৪.৮২ কোটি টাকা। মূলত এই টাকায় মোহনপুর বাস ব্রিজ হবে ১.৪৮ কিলোমিটারের লম্বা অন্যদিকে শিলাবতী নদীর উপর যে ব্রিজ হবে তা লম্বায় হবে ০.৯০০ কিলোমিটার।আর এই দুটি ব্রিজ যোগের শেষ প্রান্ত হয়ে উঠবে হাইওয়ে ৬০ এবং ১৪ এর সাথে। মূলত এই ব্রিজ গুলি হবে চার লেনের। ব্রিজে যাতে ভারি যানবাহনে চলাচল করতে করা যায় সেভাবেই তৈরি হতে চলেছে। এই ব্রিজ দুটি ২০২৩-২৪ সালের মধ্যেই তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এই ব্রিজগুলি হয়ে গেলে যোগাযোগের সু-ব্যবস্থা যেমন হবে তেমনি ভারি পরিবহনের ক্ষেত্রে সুবিধা হবে।বিশেষ করে কয়লা,কাঁচামাল,নিত্য প্রয়োজনীয় মাছ,মাংস,ডিম সহজে আনা যাবে জেলায়।এরই সঙ্গে মেদিনীপুর খড়গপুর,পুরুলিয়া বাঁকুড়া সহ দুর্গাপুর,রানীগঞ্জেরও পরিবহনের ক্ষেত্রে ব্যাপক যোগাযোগ ঘটতে চলেছে।আর তাতেই স্বভাবতই খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে।


Share

dnews.in