Medinipur College : 152 বছরের কলেজের 36 তম বিজয়া সম্মিলনী! মিলিত হলেন প্রাক্তনী ও বর্তমান কলেজের পড়ুয়ারা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পুজোর শেষ পর্বে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মেতে উঠল মেদিনীপুর কলেজ। মূলত এইদিন মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মেলনীর ৩৬ তম বিজয়া সম্মেলনিতে উপস্থিত হন বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।হাসি ঠাট্টা,কবিতা,গান,নাচের মধ্যে দিয়ে সম্মেলনিতে মেতে উঠে তারা।

পুজোর রেশ এখনো কাটেনি এখন চলছে জগধাত্রী পূজা।ইতিমধ্যে ছট পূজার প্রস্তুতি চলছে শেষ পর্বে।তবে এখন সব জায়গায় পালন হচ্ছে বিজয়া সম্মেলনী। মূলত পূজোপর্ব শেষে নিজেদের মধ্যে মিষ্টি মুখ করা,ভালো মন্দ কথা এবং সুখ-দুঃখ ভাগ করা নিয়ে এই বিজয়া সম্মেলনী হয়।মেদিনীপুর কলেজ অটোনোমাসের প্রাক্তনী সম্মেলনী থেকে আয়োজন করা হলো শনিবার বিজয়া সম্মেলনী।এই সম্মিলনীতে বর্তমান মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ ছাড়াও উপস্থিত হয়েছিলেন সমস্ত প্রাক্তন এবং প্রাক্তনী ছাত্রছাত্রীরা।প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ বর্তমান ছাত্র ছাত্রীরা পরিবেশন করেন গান,কবিতা,নাটক,আবৃতি একসঙ্গে কোলাজ সংগীত।সারা বছরের মধ্যে একদিন সবাইকে সামনে পেয়ে আনন্দে মেতে উঠে তারা।মূলত এই বিজয়া সম্মেলনী ৩৬ তম বর্ষে পদার্পণ করল এই বছর। এরপরই কলেজ খুলে যাবে,পড়াশুনা শুরু হবে এবং টানা চলবে পরীক্ষা।এদিন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একসঙ্গে একটি মা কবিতা আবৃত্তি করেন।


Share

dnews.in