নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আগামী ৭ এবং ৮ ই অক্টোবর মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হতে চলেছে জঙ্গলমহল সাহিত্য উৎসব। এই উৎসবে যোগ দিতে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ভিন্ন জেলা থেকে আসছেন কবি সাহিত্যিক ও প্রাবন্ধিকরা। এই উৎসবের সূচনা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই উৎসবে শিক্ষামন্ত্রী ছাড়াও থাকছেন মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইয়া, বীরবাহা হাঁসদা, মন্ত্রী শিউলি সাহা,শ্রীকান্ত মাহাতো সহ বিশেষ আধিকারিক বৃন্দ। এই অনুষ্ঠানে প্রকাশিত হবে একাডেমির দুটি বই।একটি হচ্ছে রামমোহন রায়: কাল ও কালান্তর পথিক এবং রবীন্দ্র রচনাবলীর ২১ তম খন্ড।