Medinipur DAV school : শেষ হলো মেদিনীপুর DAV স্কুলের দুদিনের ‘আরঙ্গম’ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান!সবাই কে অভিনন্দন প্রিন্সিপালের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বহু প্রতীক্ষিত DAV পাবলিক স্কুলের আরঙ্গম সাংস্কৃতিক অনুষ্ঠান। গত দু-তিন দিনের ধরে চলা এই অনুষ্ঠানে অংশ নিল স্কুলের কচিকাঁচারা।সন্ধ্যা আবৃত্তি,সঙ্গীত,নৃত্য, যন্ত্রসঙ্গীত,নাটক,লাইভ পেন্টিং ,নৃত্যনাট্য সহ অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। সফল অনুষ্ঠানে শুভেচ্ছা জানান প্রিন্সিপাল বনমালী বিশওয়াল।

এইদিন সকালে মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে দুদিন ধরে অনুষ্ঠিত হলো হলো মেদিনীপুর DAV পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আরঙ্গম’।প্রথম দিন সমবেত অতিথিদের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।জেলা পরিষদ প্রাঙ্গণে সমস্ত অতিথিদের সমবেত জানাতে ভারতে বিভিন্ন রাজ্যের পোষাকে সজ্জিত হয়েছিল বিদ্যালয়ের পড়ুয়ারা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ বনমালী বিশওয়াল। দুদিনের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সুশান্ত চক্রবর্তী,মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান,রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহবিদ্যালয়ের অধ্যক্ষ ড.জয়শ্রী লাহা,মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডীন ড. আর এন মাইতি,মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অমর্ত্যানন্দজী মহারাজ,বিশিষ্ট উদ্যোগপতি মদনমোহন মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এছাড়াও ছিলেন আসানসোল পুরুলিয়া,বাঁকুড়া,ব্যরাকপুর,হলদিয়া সহ বাংলার অন্যান্য ডিএভি স্কুলের প্রিন্সিপালরা।ছিলেন বিদ্যালয়ের একঝাঁক প্রাক্তন ছাত্রছাত্রী।অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিগত বেশ কয়েক বছরের মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের এবং রাজ্য ও সর্বভারতীয় স্তরের পরীক্ষায় সফল শিক্ষার্থীদের বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়।পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের পিতা-মাতা দেরও চারাগাছ ও শাল দিয়ে সম্মানিত করা হয়। দুদিন ধরে সকাল থেকে সন্ধ্যা আবৃত্তি,সঙ্গীত,নৃত্য, যন্ত্রসঙ্গীত,নাটক,লাইভ পেন্টিং ,নৃত্যনাট্য সহ অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। দুদিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল বনমালী বিশওয়াল।


Share

dnews.in