Medinipur DLSA:হোমে যাওয়া শিশুর হারানো নথিপত্র উদ্ধার!মুশকিল আসান DLSA

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

একসময় সৎ বাবার অত্যাচারে ছেলের ঠাঁই হয় হোমে।কিন্তু সরকারি কাগজপত্র করানোর জন্য প্রয়োজন ছিল প্রয়োজনীয় কাগজপত্রের।অবশেষে মুশকিল আসান হয়ে উঠল মেদিনীপুর জেলা আদালতের ডিএলএস এ।জেলা আইনি কর্তৃপক্ষের সম্পাদক দিব্যেন্দু নাথের সহযোগিতায় এবং চেষ্টায় প্রয়োজন নথিপত্র পেল ছোট্ট সুদীপ।

মেদিনীপুর শহরের বি আর আম্বেদকর কলোনীর শিশু সুদীপ গিরি সৎ পিতার অত্যাচারে বেশ কিছু দিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছিল।কয়েকদিন আগে সুদীপের মা রুম্পা গিরি স্থানীয় বিদ্যালয়ের সাথে যোগাযোগ করেন।এই আবেদনে বিদ্যালয়ের শিক্ষক রাজেশ দত্ত,জেলা আইনি কর্তৃপক্ষের বিচারক,সম্পাদক দিব্যেন্দু নাথের সাথে যোগাযোগ করেন।দিব্যেন্দু বাবু শিশু সুরক্ষা কমিটির সাথে যোগাযোগ করেন।পুরো বিষয়টি তদারকির জন্য আইনি স্বেচ্ছাসেবক বাসুদেব চক্রবর্তীর উপর দায়িত্ব দেন।পরে শিশু সুরক্ষা কমিটির ব্যবস্হায় সুদীপ কে দাসপুরের একটি হোমে রাখা হয়।কিন্ত পূর্বে শিশু সুদীপ সহ তাঁর মাতা খড়্গপুরের বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়াবাড়িতে থাকত এবং সেই ভাড়াবাড়িতে শিশু সুদীপ সহ পরিবারের সকলের আধার কার্ড ও প্রয়োজনীয় নথিপত্র রয়ে যায়।সেই প্রয়োজনীয় নথি ছাড়া অফিসিয়াল নানা কাজে বিঘ্ন ঘটছিল।তাই দিব্যেন্দু বাবু খড়্গপুর টাউন থানায় বিষয়টি জানান।সোমবার বিকেলে টাউন থানার সহযোগিতায় খড়্গপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করেন।মঙ্গলবার সুদীপের মা রুম্পা গিরি ও হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজেশ দত্ত কে DLSA অফিসে ডেকে রুম্পা গিরির হাতে প্রয়োজনীয় নথিপত্র গুলি তুলে দেওয়া হয়।

এই ঘটনায় বিচারক দিব্যেন্দু নাথ পরিবার টির পাশে ও সুদীপের যাবতীয় দরকারে পাশে থাকার অঙ্গীকার করেন ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in