Medinipur Eid: মেদিনীপুরে পালিত হচ্ছে খুশির ঈদ!নামাজ পড়া, কোলাকুলি ও কুশল বিনিময় করলো মুসলিম ভাইবোনেরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সারা দেশের সঙ্গে পালিত হচ্ছে মেদিনীপুর শহরে খুশির ঈদ।টানা একমাসের রোজা রাখার পর বৃহস্পতিবার এই উৎসবে গোটা বিশ্বের মুসলিম সমাজ মেতে উঠেছে। ‘ইদ’ শব্দের সামাজিক অর্থ “উৎসব” আর আভিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা।তাই প্রতি বছরই মুসলমানদের জীবনের ফিরে আসে এই সব থেকে বড় উৎসব ঈদ।যাকে উর্দু ভাষায় বলা হয় ‘ঈদুল-ফিতর’।

মূলত মুসলিম ধর্মাবলম্বীরা এই দিনটি খুবই আনন্দের সঙ্গে পালন করেন।সবাই এ দিন সাধ্যামতো ভালো পোশাক পরেন।ঘরে ঘরে উৎসবের আয়োজন হয়। আত্মীয়স্বজন,পাড়া-প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়।দরিদ্ররাও এ দিনটিকে যথাযোগ্য মর্যাদা আনন্দের মধ্যে দিয়ে সাধ্যমত পালন করেন।আর সেটাই এই দিনটির বিশেষত্ব।এ দিন ঈদগায় ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন।এইদিন সকালে শহরের বাস্তবহুল এলাকা কেরানিতলা,দেওয়ান বাবার চক,ইদগা মহল্লা,অলিগঞ্জ সহ হাতি হালকা,পাঁচখুরি, কেশপুরের বিভিন্ন জায়গায় সারি সারি দিয়ে নামাজ পড়েন ইসলাম সম্প্রদায়ের মানুষজন।কেরানিতলায় সকাল সকাল নামাজ পাঠ হয়।নামাজের পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, কুশল বিনিময় হয় আত্মীয়-স্বজনদের সঙ্গে।বাড়ির ছোটদের দেন উপহার।

ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি-সহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেয়।এক শিশু কন্যা নাহিদা খাতুন জানান সে বড়দের সঙ্গে নামাজ পাঠ করে এবং সবাইকে সালাম জানায় সারাদিন খুশিতে মেতে উঠবে।


Share

dnews.in