নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
অগ্নিতে কাজ হলো না মেদিনীপুরে জুনের উপর ভরসা রাখল মেদিনীপুর বাসি।অবশেষে দিলীপ ঘোষের সিট হাতছাড়া হলো।প্রায় ত্রিশ হাজারের ভোটে লিড দিয়ে সাংসদ সিটটি দখল করলেন অভিনেত্রী জুন মালিয়া।বললেন মেদিনীপুরের জন্য কাজ করতে চাই।
গোটা দেশজুড়ে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির সেইসঙ্গে ধরাসায়ী হয়েছে রাজ্যে।রাজ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে গেরুয়া শিবির বিজেপির।ভোটের পরই যেখানে সমস্ত চ্যানেল সমীক্ষা করে দেখেছিল বিজেপি কুড়ি থেকে বাইশটা সিট পাবে সেখানে বাস্তবে দেখা গেল মাত্র বারোটা সিট।আর একের পর এক জেতা সিট হারালো বিজেপি।উল্লেখ্য এই মেদিনীপুর লোকসভার একসময় পোড় খাওয়া তৃণমূল নেতা মানস রঞ্জন ভুঁইয়া কে হারিয়ে লোকসভা আসন দখল করেছিল বিজেপি।তৎকালীন সময় জয়ী হয়েছিলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।এরপর মাঝে কেটে গেছে ২১ এর বিধানসভা নির্বাচন।এবারেও এই সিটের দাবিদার ছিলেন দিলীপ ঘোষ কিন্তু তাকে সরিয়ে এই জায়গায় প্রার্থী করা হয় বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল কে।তবে লড়াই নেমে তিনি জোর টক্কর দিয়েছেন এবং জোর লড়াই করেও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছেন।পরাস্ত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার কাছে।
যদিও তিনি ভোটের প্রচারে গিয়ে এক বাক্যেই বলেছিলেন এবারে তিনি সাংসদ হিসেবে জয়ী হবেন বিপুল ভোটে।কিন্তু মেদিনীপুর সহ মেদিনীপুরের বাকি ছয়টি বিধানসভা তার সাথ দেয়নি।খড়গপুর কেশিয়াড়ি দাঁতন সহ বাকি বিধানসভা গুলিতেও ভরাডুবি ঘটেছে বিজেপির।যদিও প্রথম থেকেই জোর লড়াই ছিল এই দুই নেত্রীর মধ্যে।কিন্তু শেষ পর্যন্ত তিনি ভোটের মার্জিন কিছুতেই কমাতে পারলেন না।বাইশ রাউন্ড মোট গণনার শেষে তিনি প্রায় ৩০ হাজারের মত ভোটে পরাস্ত হন।আর এই হার স্বীকার করার ফলে বিজেপির জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের সিট টি হাতছাড়া হলো।এদিন রীতিমতো জয় করার পর সাংবাদিকদের মুখোমুখি হন জুন মালিয়া।তিনি শুভেচ্ছার পাশাপাশি তার কর্মী নেতৃত্বদের অভিনন্দন জানান এবং মেদিনীপুরের জন্য কাজ করার প্রতি মনোভাব ব্যক্ত করেন।
যদিও এই হারের দায়ী স্বীকার করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এক বার্তায় বলেন,”লড়াই চলবে প্রথমেই মেদিনীপুর বাসীকে ধন্যবাদ।আসানসোল থেকে মেদিনীপুরের মাটিতে লড়তে এসে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি।ভারত এগোবে,বাংলা পিছিয়ে থাকতে পারে না। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আমার শপথ বাংলায় তানাশাহি সরকারকে না সরানো পর্যন্ত থামব না।