Medinipur Medical: অভয়া ক্লিনিকের পর”অভয়া পাঠশালা”!মেডিক্যাল পড়ুয়াদের নতুন পাঠশালা মেদিনীপুরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

কর্মবিরতির মধ্যেই আন্দোলনের পাশে টেবিল পেতে শুরু হয়েছিল চিকিৎসার অভয়া ক্লিনিক।এবার সেই আন্দোলনের মঞ্চের পাশেই শুরু হল অভয়া পাঠশালা।মেডিক্যাল কলেজের ১০০ জন আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের দুটি ব্যাচে ক্লাস করাবেন মেডিক্যাল কলেজের PGT ছাত্রছাত্রীরা। সাধারনের জন্য পরিষেবা স্টুডেন্টের পড়াশোনা থেকে কোন ভাবে বঞ্চিত রাখা হবে না বলে দাবি জুনিয়র ডাক্তারদের।

অভয়া পাঠশালা

আর জি কর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি।একদিকে বিচারের আশায় আন্দোলনে ডাক্তাররা আর অন্যদিকে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন উৎসবের মরশুমে আন্দোলন ছেড়ে কাজে ফিরতে।আর এরই মধ্যেখানে সুপ্রিম কোর্টে চলছে এই বিচার পর্ব।তবে আন্দোলন থেকে কোনভাবেই সরছে না মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা।প্রায় একমাস অতিক্রান্ত ইতিমধ্যে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজে শুরু হয়েছে চিকিৎসা পরিষেবা। আউটডোরেও পরিষেবা দিচ্ছেন জুনিয়ার ডাক্তার সহ সিনিয়ররা তবে অবস্থান মঞ্চের পাশে বসেই।আর জি কর নিয়ে আন্দোলনের মধ্যেই সাধারন মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে মেদিনীপুর মেডিক্যালে শুরু হয়েছিল অভয়া ক্লিনিক।এবার ডাক্তারদের আন্দোলনের মাঝে মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষাদানে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য ডাক্তারদের আন্দোলনস্থলে শুরু হলো “অভয়া পাঠশালা”। মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারদের কথামতো মেডিক্যাল কলেজের ১০০ জন আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের দুটি ব্যাচে ক্লাস করাবেন মেডিক্যাল কলেজের PGT ছাত্রছাত্রীরা।প্রতিদিন মেডিক্যাল কলেজ হাসপাতালের অবস্থান মঞ্চে স্বাস্থ্য পরিষেবা অভয়া ক্লিনিকের শেষে এই অভয়া পাঠশালা শুরু হবে।বিকেলে সন্ধ্যায় UG ছাত্রছাত্রীদের শিক্ষাদানে চলবে এই অভয়া পাঠশালা।

এই আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা বলেন আমরা আন্দোলন থেকে কিছুতেই পিছু হটছি না। তবে এরই সঙ্গে মেদিনীপুর মানুষের সাধারণ মানুষের জন্য চিকিৎসা কোনরকম ব্যাহত হবেনা।আমরা প্রতিদিনই শয়ে শয়ে রোগী দেখছি কাউকে এখান থেকে বিনা চিকিৎসায় ফেরাচ্ছি না।এরই পাশাপাশি যাতে কলেজের পড়ুয়ারা কোনভাবে পড়া থেকে বঞ্চিত না হয় তার জন্য আমাদের এই অভয়া পাঠশালা শুরু করলাম। সারাদিন অভয়া ক্লিনিকে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার পর বিকাল সন্ধ্যা নাগাদ আমাদের কলেজের পড়ুয়াদের আমরা শিক্ষাদান করব। আমাদের এই আন্দোলনে যেমন জুনিয়র ডাক্তাররা রয়েছে তেমনি রয়েছে সিনিয়র ডাক্তাররাও।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in