নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
প্রথম সিজনে সাফল্য লাভ করার পর সিজন টু আয়োজন The Swag এর।আগামী ২৭ সে ডিসেম্বর বিদ্যাসাগর মুক্তমঞ্চে হতে চলেছে মিস, মিস্টার এবং কিডসের মডেল হান্ট ২০২৩।এই প্রতিযোগিতায় অংশ নেবে রাজ্যের শতাধিক প্রতিযোগী।এখন চলছে জোর কদমে রিহার্সাল।এই প্রথম রানওয়ে মডেলে হাঁটার জন্য বাজানো হবে লাইভ মিউজিক সঙ্গে ট্রাইবাল সম্প্রদায়ের রাম্পে হাঁটা এবং ট্রাইবাল সম্প্রদায়ের বাদ্যযন্ত্র বিশেষ(ধামসা মাদল) নিয়ে প্রফেশনাল রানওয়ে ওয়াক।
মূলত মেদিনীপুরের দুই উদ্যমী যুবকের উদ্যোগে মডেল হান্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৭শে ডিসেম্বর। The Swag নামে একটি সংস্থা খুলে তাতে এই মডেল প্রতিযোগিতায় নেমেছে দুই যুবক।মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল গীতাঞ্জলি মুক্তমঞ্চে এই মডেল হান্টের “সিজন টু”অনুষ্ঠানে অংশ নেবে মেদিনীপুর সহ ভিন্ন ভিন্ন জেলার শতাধিক প্রতিযোগী।একদম তিন বছর খুদে মডেল থেকে থাকবে তরুণ তরুণী ও গৃহবধুরা। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা যেমন থাকবে তেমনি থাকবে বিশেষ স্মারক এবং সম্বর্ধনা। প্রতিযোগিতায় উৎসাহিত করতে এবারে উপস্থিত থাকছে বাংলা সিরিয়াল রানী শিরোমনি,মিঠাই এবং ইচ্ছে পুতুল খ্যাত অভিনেতা ফাহিম মির্জা।এই উঠতি মডেলদের গ্রুমিং করাবেনও জুরি হিসাবে থাকবেন সুপার মডেল মাধবীলতা মিত্র।এছাড়াও থাকছেন নিকন ও গোডেক্স এবং মজা ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার মেন্টর অভ্রনীল মালাকার,ফ্যাশন ডিজাইনার সঞ্জীব পাল,মেকআপ আর্টিস্ট সোমদত্তা মন্ডল।
এই প্রতিযোগিতা উপলক্ষে ট্রাইবাল সম্প্রদায়ের রাম্পে হাঁটা এবং ট্রাইবাল সম্প্রদায়ের বাদ্যযন্ত্র বিশেষ(ধামসা মাদল) নিয়ে প্রফেশনাল রানওয়ে ওয়াক থাকছে এই অনুষ্ঠানে। প্রত্যেক ক্যাটাগরি এবং রানওয়ে মডেলে হাঁটার জন্য বাজানো হবে লাইভ মিউজিক যা এই প্রথম।মূলত এই প্রতিযোগিতার আয়োজন করেছে মেদিনীপুরের দুই যুবক।এই প্রতিযোগিতার এডমিন মৃণাল পাল ও ডিরেক্টর অভিলাষ সিং রাজপুত এদিন সাংবাদিক বৈঠক করে তাদের অনুষ্ঠানে যাবতীয় তথ্য তুলে ধরেন।এরই সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন গ্রুমার বাসব দত্তা মন্ডল,মেক আপ আর্টিস্ট নিরুপমা মালি (টিয়া) হৃতম, শ্রেষ্ঠা,নীল।
এই বিষয়ে ডিরেক্টর অভিলাষ সিং রাজপুত ও এডমিন মৃণাল পাল বলেন এই প্রথম জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে এই ধরনের প্রতিযোগিতা হচ্ছে,যাতে অংশ নেবে জেলার ট্রাইবালরা।আমরা কিছু করে দেখাতে চাই মেদিনীপুরের জন্য।