নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
গত চার বছর আগে আজকের দিনে মেদিনীপুর শহরের নিমতলা চকে কালী পূজার এক রাতে দুষ্কৃতীদের হাতে দুই তরতাজা যুবক হত্যা হয়।সেই ঘটনার এখনো বিচার ব্যবস্থা চলছে।তারই প্রতিবাদে আজ চার বছর উপলক্ষে আত্মার শান্তির কামনায় পরিবার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব ও ভীম আর্মি সংগঠন।
প্রসঙ্গত বছর চারেক আগে আজকের দিনে নিমতলা এলাকার ২ যুবককে পিটিয়ে হত্যা করে কয়েকজন দুষ্কৃতি।এই অভিযোগ ছিল তখনকার সময়ে এই দুই যুবকের পরিবার এবং স্থানীয় মানুষ এবং বন্ধু-বান্ধব সহ অন্যান্য সদস্যদের। সেই ঘটনায় থানায় অভিযোগ হয় পুলিশ তদন্ত করে।যদিও পরবর্তী কালে বড় ধরনের আন্দোলন গড়ে তুলেছিল পরিবারের সদস্য ও এলাকার মানুষজন।সেই ঘটনায় দোষীরা গ্রেপ্তার হয়।তাদের বিচার প্রক্রিয়া চলছে।
গত চার বছর ধরে চলা বিচার এখনো শেষ হয়নি,পাইনি দোষীরা শাস্তি।সেই ঘটনায় এবার মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা করল এই নিমতলা চকের মৃত দুই যুবকের পরিবার,আত্মীয়-স্বজন এবং ভীম আর্মি সংগঠনের সদস্যরা।পরিবার বন্ধু বান্ধবের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান ভীম আর্মি ডিস্ট্রিক্ট ইনচার্জ রাজীব আহমেদ,সুমনমুখী,প্রদীপ ঝমা, বাসু,মঙ্গল ঝামা,শেখ তুফান দাস, শেখ সুলতান আরো অন্যান্যরা।