Medinipur Prochar: লুচি,রুটি বানাবার সময় হয় সন্দেশখালি যাওয়ার সময় হয় না মুখ্যমন্ত্রীর!কালীমন্দিরে পূজো দিয়েই অগ্নিশর্মা অগ্নিমিত্রা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমস্ত রাজনীতি দলগুলি।যদি ওই ক্ষেত্রে বিজেপি একটু পিছিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করতে দেরি করেই ফেলল।তবে দ্বিতীয় তালিকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।সেই তালিকায় নাম রয়েছে অগ্নিমিত্রা পলের।নাম ঘোষনার পরই মেদিনীপুরে এলেন অগ্নিমিত্রা পল। এদিন একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে আসেন তিনি।প্রথমেই তাকে মেদিনীপুরের ধর্মায় তাকে সাদর অভ্যর্থনা জানান বিজেপি কর্মী নেতৃত্ব।এরপর তিনি মেদিনীপুর শহরে প্রবেশ করে বটতলা কালী মন্দিরে কালী মায়ের পুজো দেন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।

ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমস্ত রাজনীতি দলগুলি।যদি ওই ক্ষেত্রে বিজেপি একটু পিছিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করতে দেরি করেই ফেলল।তবে দ্বিতীয় তালিকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।সেই তালিকায় নাম রয়েছে অগ্নিমিত্রা পলের।নাম ঘোষনার পরই মেদিনীপুরে এলেন অগ্নিমিত্রা পল।এদিন একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে আসেন তিনি।প্রথমেই তাকে মেদিনীপুরের ধর্মায় তাকে সাদর অভ্যর্থনা জানান বিজেপি কর্মী নেতৃত্ব।এরপর তিনি মেদিনীপুর শহরে প্রবেশ করে বটতলা কালী মন্দিরে কালী মায়ের পুজো দেন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।প্রসঙ্গত উল্লেখ্য,মায়ের কাছে প্রার্থনা করেন,মাকে ভোগ নিবেদন করেন এরপর প্রসাদ বিলি করে প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে যান।তবে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রস্থ জবাব দিয়ে গেলেন মেদিনীপুরের ভোটের কর্মসূচি এবং প্রার্থী নিয়ে।

অগ্নিমিত্রাকে পেয়ে প্রথম প্রশ্নই ছিল এবারের ভোটের প্রচারের কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন সেই বিষয়ে প্রার্থী বলেন,”আমাদের প্রচারই থাকবে সাবকা সাথ সবকা কা বিকাশ।মোদিজীর উন্নয়ন গুলোই আমরা প্রচার করব।আমরা ধর্মের রাজনীতি নয় ডেভলপমেন্টের বিকাশ করব,আমরা উন্নয়নের রাজনীতি করব”।এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন,”আমরা রাম নবমীর দিন উপর থেকে পাথর ছুড়ে পরে আবার রাম নবমীর ছুটি ঘোষণা করি না বা “ভোটের জন্য সংখ্যালঘুদের ইস্তেমাল করে আর বগটুইতে সংখ্যালঘুদের জ্যান্ত জ্বালিয়ে দেন”আমরা সেই রাজনীতি করি না।এরপর মেদিনীপুর লোকসভায় প্রচার নিয়ে বলেন,”দিলীপ দা যে উন্নয়নের কাজ করেছে, দিলীপদার কাজ কে ধরে সেই উন্নয়ন আমি এগিয়ে নিয়ে যাব”।এরপর রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার পড়া প্রসঙ্গে বলেন,”আজকে যে পোস্টার ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন ওগুলো তৃণমূলের কাজ।কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছে”।

তিনি মুখ্যমন্ত্রী কটাক্ষ করে এও বলেন আজকে মহিলা দিবসে মিছিলে নামে মমতা ব্যানার্জি অথচ সন্দেশখালিতে রাতের পর রাত দিনের পর দিন যে মহিলাদের উপর অত্যাচার ঘটে সেই ঘটনা দেখতে যাবার সময় হয়নি মুখ্যমন্ত্রীর।তিনি একটু কটাক্ষের সুরে বলেন রিয়ালিটি করতে যাওয়ার সময় উনার সময় হয়, মোমো বানানোর সময় হয়,রুটি বানাবার সময় হয়,লুচি বানাবার ও সময় হয় কিন্তু সন্দেশখালি যাবার সময় হয় না মুখ্যমন্ত্রীর।এর জবাব রেখা পাত্র সন্দেশখালি এবং বসিরহাটের মানুষজন দেবেন এই লোকসভার নির্বাচনে।এরপর মেদিনীপুর নিয়ে বলতে গিয়ে তিনি বলেন মেদিনীপুর হল আন্দোলনের পটভূমি।কিভাবে দেশে আন্দোলন করতে হয় সেটা মেদিনীপুর শিখিয়েছে।কর্মীদের নিয়ে তিনি বলেন কর্মীদের ভালোবাসা এবং ভরসায় আমি অভিভূত।এরপর বিরোধী প্রার্থী জুন মালিয়াকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এখানে তৃণমূলের প্রার্থী,সিপিএমের প্রার্থী,কংগ্রেস প্রার্থী আমার কাছে বড় ব্যাপার নয়।কারন আমাদের লড়াই হচ্ছে নীতি,আদর্শের লড়াই।মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের সাথে।পাশাপাশি তিনি এও বলেন তৃণমূলের দুর্নীতি মহিলাদের অসম্মান তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই।আমাদের কথা দিয়েছি “ইসবার 400 পার”সেই কথাই আমরা রাখবো।এরই সঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা 42 এ 42 দেবো, তৃণমূলের প্রার্থীর সঙ্গে আমাদের লড়াই নয়।


Share

dnews.in