নিজস্ব প্রতিনিধি,বার্জটাউন:
বর্তমান সমাজ ব্যবস্থায় কোন না কোনভাবেই বন্দি সকল মানুষ।বিশেষ করে একটি শিশুরা যখন খেলাধুলার পরিবর্তে মোবাইলে বন্দি।কিছুতেই তার থেকে তারা বেরোতে পারছে না অপরদিকে কিশোর তরুণ যুবকরা উপার্জনের নেশায় বন্দি তাদের বয়স।এদিকে দেশের পারিপার্শ্বিক পরিস্থিতিও ভালো নয়,রাজ্যের পরিস্থিতি ও ক্ষেত্রে বাক স্বাধীনতা বন্দী।কোন কিছু করতে গিয়ে লোকের ভয়ে ইচ্ছার বন্দি।ফলে চারিদিকে শুধুই বন্দি।আর তাকেই থিম করে এবারের বন্দীদশা থিম করলো এই বার্জটাউন দুর্গোৎসব কমিটি।
এবছর তাদের ৭৮ তম বর্ষ এবং প্রায় ২২ লক্ষ টাকা খরচা করে তাদের এই থিম ও প্রতিমা।এই থিমে চারিদিকে তালা চাবি যেমন গড়ে তোলা হয়েছে সেই সঙ্গে মানুষ কিভাবে বন্দি তার অনুরূপ ছবি ফুটিয়ে তোলা হয়েছে।কোন বয়সে কোন মানুষ কিভাবে বন্দি তাও দেখানো হয়েছে পুরো মন্ডপ জুড়ে।সে মন্ডপ দেখতে রীতিমতো লাইন দিয়ে প্রবেশ করছেন দর্শনার্থীরা। তবে হাজার হাজার দর্শনার্থীর ঠেলায় ভেতরে দুই মিনিট দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তাদের বেরিয়ে যেতে হচ্ছে নতুন দর্শনার্থীদের জায়গা করে দেওয়ার জন্য।তাই পুজো মণ্ডপ কর্তারা মায়ের কাছে চাইছেন এই সমস্ত ক্ষেত্রে বন্দিদশা থেকে মুক্ত হোক গোটা সমাজ এবং পৃথিবী।
এ বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তারা বলেন,”বর্তমান যা পরিস্থিতি তাতে সবকিছুই বন্দি। সমস্ত বয়সের মানুষ সমস্ত ক্ষেত্রে কোনো না কোনোভাবে বন্দী রয়েছেন আর তাদের এই বন্দী দশা কে আমরা প্রকাশ্যে তুলে ধরতেই এই থিম।এরই সঙ্গে আমরা তালা চাবিও রেখেছি যাতে মায়ের আরাধনার মাধ্যমেই সেই বন্দি দশা থেকে আমরা মুক্ত হতে পারি।আমরা আগামী দিনে ৮০ তম বয়সে ৮০ রকমের থিম করে জেলার মানুষকে উপহার দেব।