নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর শহর ও জেলায় যতগুলো বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে এক অন্যতম হলো ছোট বাজার সর্বজনীন দুর্গাপুজো। এবারে এই পুজো ৮১ তম বর্ষে পদার্পণ করলো।এবারে এ বছরের থিম অন্তর্শক্তি।প্রায় ১৫ লক্ষ টাকা খরচা করে এই মন্ডপ ও প্রতিমা তৈরি করে চলছেন পুজো কমিটি।এই বছর প্রতিমা তৈরি করছেন শিল্পী অভিমুন্য জানা ও সুরজিৎ রায়। আইডল পরিমল পাল।আলোক সজ্জায় মুস্তাক আলী, ডেকোরেশনে বাসন্তী ডেকরেটর।মূলত মেডিয়েশনের মাধ্যমে শরীরের সাত চক্রের অ্যাক্টিভেশন ঘটবে এই মন্ডপে।
এই বিষয়ে ক্লাব সভাপতি অরুন চৌধুরী ও পৃথ্বীশ দাস জানিয়েছেন সকলকে আসার আমন্ত্রণ। এরই সঙ্গে জানিয়েছেন এই পুজোর কটা দিন থাকছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যা নজর কাড়বে গোটা জেলার। কেননা প্রতিবছরই নতুন থিমের উপহার দেয় এই ছোট বাজার পুজো কমিটি।এবারও থাকছে সম্পূর্ণ নতুনত্ব।