Medinipure Road: দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণ!বিধায়িকার চেষ্টায় কাজ শুরু হলো মালিয়াড়ার ঢালাই রাস্তা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

শহরে জলের পাইপ নিয়ে যাওয়ার জন্য নষ্ট হয়ে গিয়েছিল দীর্ঘ রাস্তা।সেই রাস্তা সারাই এর উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা।রীতিমতো নারকেল ফাটিয়ে পুজো করে কাজের উদ্বোধন হয়।এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩৩ লক্ষ টাকা। ভোটের মুখে রাস্তা ঢালায় হওয়ায় খুশি এলাকার মানুষ।

দীর্ঘদিনের দাবী দাওয়া ছিল এলাকার মানুষের।দাবি ছিল পাকা রাস্তা হওয়ার কিন্তু সেই দাবি কোনভাবেই পূরণ হচ্ছিল না এতদিন।এবার সেই দাবি পূরণ হতে চলেছে মেদিনীপুর শহরের শেষ প্রান্ত কালগাং মালিয়াড়া এলাকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ও মেদিনীপুর পৌরসভার আর্থিক সহযোগিতায় আঁকড়সা বাবার মাজার হইতে স্বপন সিংহ এর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু হলো। এদিন এই রাস্তা শুরু হওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,কালগাং এলাকার পঞ্চায়েত সদস্যরা,তৃণমূল নেতৃত্ব এবং এলাকার মানুষজন।রীতিমতো নারকেল ফাটিয়ে উদ্বোধন হয় এ কাজের সূচনা।এই পাকাপোক্ত ঢালাই রাস্তা হয়ে গেলে অনেকটাই রাস্তার যন্ত্রণা কমবে এলাকার মানুষের।এরই সঙ্গে বর্ষাকালে সুবিধা হবে যাতায়াতের।

প্রসঙ্গত উল্লেখ্য,এই কালগাং মালিয়াড়ার এই রাস্তা টি গত কয়েক মাস আগে জলের পাইপ মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তাটি নষ্ট হয়ে যায়।এরপর মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল।সেই অসুবিধার কথা ভেবে ঠিকই আছে মেদিনীপুর পৌরসভা।কারণ এই ভোটের মুখে ক্ষতিগ্রস্ত রাস্তায় চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছিল তারা।প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ করে আঁকড়সা বাবার মাজার হইতে স্বপন সিংহের বাড়ি পর্যন্ত রাস্তা টি ঢালাই এর কাজ শুরু হলো। এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ এবং এই ঢালাই রাস্তার কাজ শুরু হলো।


Share

dnews.in