Medinipure:মেদিনীপুরে ভগৎ সিং এর আত্মবলিদান দিবস পালন ভগৎ সিং ফাউন্ডেশনের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর শহরে ভগৎ সিং এর আত্ম বলিদান কর্মসূচি পালিত হল যথাযোগ্য মর্যাদা সাথে।এইদিন পঞ্চুর চকে ভগৎ সিং এর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে এই ফাউন্ডেশনে সদস্যরা। দেশের জন্য জীবন দেওয়া এই ভগৎ সিং এর জীবনী নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ।

শনিবার সকালে মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ-ই আজম ভগৎ সিং-এর আত্মবলিদান দিবস।এই উপলক্ষ্যে শনিবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মুর্তির পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের সদস্যরা।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংগঠনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ।ভগৎ সিং এর জীবনী,আদর্শ ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া এবং মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন,বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী,সংগঠনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ, শিক্ষিকা পাপিয়া চৌধুরী,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,সমাজকর্মী পিনাকী পাল,শিক্ষক সুশোভন সামন্ত সহ অন্যান্যরা।এদিনের কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্য-সদস্যাদের পাশাপাশি পথচলতি মানুষ,স্থানীয় দোকানদার বন্ধুরা অংশগ্রহণ করেন।


Share

dnews.in